মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ জুন) ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ শিশু রয়েছে।
এর আগে গত ২৪ মে রাতে বিএসএফ বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশ-ইন করেছিল। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়।
বিজিবির কড়া নজরদারির পরও বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশ-ইন অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত মোট ২৮৫ জনকে পুশ-ইনের সময় আটক করেছে বিজিবি।
আরও পড়ুন: বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ-ইন বিএসএফের
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার নিউ পাল্লাথল বিওপি সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করে বিএসএফ। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করছে।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ শুক্রবার বিকালে বলেন, বিজিবি তাদের স্থানীয় একটি স্কুলে রেখেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানান, শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।