ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিংয়ের সঙ্গে সিলেট কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থল বন্দরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেওলা স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানী সংক্রান্ত সব ধরণের প্রতিবন্ধকতা দূর করে আমদানী স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি ব্যবসায়িক প্রয়োজনে আমদানী ও রপ্তানিকারকদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা সহজভাবে প্রাপ্তির বিষয়েও আলোচনা করা হয়। এই বিষয়ে মি.টি. হাংসিং ব্যবসায়ীদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সভায় আমদানিকারক নেতৃবৃন্দ ভবিষ্যতে শুল্ক ও যাতায়াত প্রক্রিয়া সহজ করতে ভারতীয় হাইকমিশনের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
সভায় শেওলা স্থল বন্দরের সহকারী পরিচালক মাহাবুব হাসান, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, অর্থ সম্পাদক জাকারিয়া, ইমতিয়াজ জাকির, কার্যকরী সদস্য মো. শাহ আলম ও জুয়েল আহমদ, সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।