মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মন্দিরে প্রবেশ করে দুটি প্রতিমার হাত ও মাথা ভেঙে দেয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে ভাঙা প্রতিমা দেখতে পেয়ে বিষয়টি মন্দির কমিটিকে জানান।
খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখি দুটি প্রতিমার হাত ও মাথা ভাঙা। আমাদের মন্দিরটি নির্জন স্থানে হওয়ায় অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি। এখানে কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই। তবে দুর্গাপূজার আগে এ ধরনের ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আমরা মনে করছি।’
স্থানীয়রা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।