রংপুরের গংগাচড়ায় একটি অবৈধ বালুর পয়েন্টের খননকৃত স্থান থেকে মারুফ মিয়া (৬) এবং আব্দুর রহমান (৭) নামের দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস।
বুধবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি অবৈধ বালুর পয়েন্টের খননকৃত স্থান থেকে শিশু দুটি লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি শিশু দুটিকে হত্যা করা হয়েছে।
মারুফ মিয়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙি পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে এবং আব্দুর রহমান একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা বলেন, মারুফ মিয়া ও আব্দুর রহমান তারা দুজনেই নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থী। মঙ্গলবার বিদ্যালয় বন্ধ থাকায় সকালে তারা দুই বন্ধু মিলে খেলতে বের হয়। এরপর আর তারা বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকাল ৪টার দিকে আজহারুলের বালুর পয়েন্টটিতে খোঁজ করলে মারুফ মিয়ার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন ও গংগাচড়া ফায়ার সার্ভিস সদস্যরা আব্দুর রহমান নামের আরেক শিশুর লাশ উদ্ধার করে।
গংগাচড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাষ্টার) আব্দুল মান্নান বলেন, আমি ঘটনাস্থলে আসার পর আমাদের ডুবুরি টিমকে অবহিত করি। রংপুর থেকে ডুবুরি টিম আসে। এর মধ্যে আমরাও খোঁজাখুঁজি শুরু করি। পাশেই বালু তোলা গর্তে মুকুল নামে এক লোক নেমে একটা বাচ্চাকে উদ্ধার করে। পরবর্তীতে ডুবুরি দলের উদ্ধার কার্যক্রমে আরেকটি শিশুর লাশ উদ্ধার করা হয়।
গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, পাইকান ডাঙিপাড়া থেকে দুইটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।