স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক পুলিশ। বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও সোহেল পারভেজ।
সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গাজী আহম্মদ হোসেন চাকলাদারের ছেলে, শহিদুল ইসলাম রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার ইছাহাক জমাদারের ছেলে ও সোহেল পারভেজ আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের (শেরআলী মার্কেট) মৃত আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে ফিরছিলেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে ওই তিনজনকে আটক করে।
আরও পড়ুন: মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ৬ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, ‘আনুমানিক ১১টার দিকে স্মৃতিসৌধে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছিলেন। এ সময় তাদের আটক করে থানায় নেওয়া হয়।’
এছাড়া তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার।