সিলেট বিভাগে ঈদের চার দিনে মোট ২ লাখ ৯ হাজার ৩৪৫টি কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিভাগীয় প্রশাসন থেকে মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মোট ১ লাখ ৮৭ হাজার ৩৪৫ গরু এবং মহিষের চামড়া ও ২২ হাজার ছাগল ও ভেড়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন: ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার ৩৫০ পিস কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। এরমধ্যে গরু ও মহিষ ৯৭ হাজার ৮৫০ পিস এবং ছাগল ১২ হাজার ৫০০টি।
এ বিভাগে সবচেয়ে কম চামড়া সংরক্ষণ করা হয়েছে সুনামগঞ্জ জেলায়, মোট ১৭ হাজার ৩০০টি। এর বাইরে হবিগঞ্জে ৩২ হাজার ৭০টি এবং মৌলভীবাজারে ৪৯ হাজার ৬২৫টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। বিভাগটিতে ৩ লাখ ১৯ হাজার ৮২৩ পশু কোরবানি হয়েছে।