পুঁজিবাজারের প্রথমার্ধের লেনদেনে ঢাকা-চট্টগ্রাম দুই বাজারেই সূচকের উত্থান হয়েছে, দাম বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রথম দুই ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৯ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১০ পয়েন্ট।
দিনের শুরুতে লেনদেনে অংশ নেয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১, কমেছে ১৩৪ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
প্রথমার্ধে ঢাকার বাজারে শেয়ার এবং ইউনিট ক্রয়-বিক্রয়ের লেনদেন ২৬০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: উত্থানে শুরু হলেও পতনে শেষ পুঁজিবাজারের লেনদেন
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন চলছে সূচকের উত্থানের ধারা বজায় রেখে। সিএসই'র সার্বিক সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১৫৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১, কমেছে ৫৬ এবং অপরিবর্তিত আছে ৩৬ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম দুই ঘন্টায় সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। উত্থানের ধারা বজায় থাকলে সপ্তাহের প্রথম উত্থান দেখা যেতে পারে চতুর্থ কার্যদিবসের লেনদেনে।