সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে এবং রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরী উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।
সোমবার (২৩ জুন) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৫ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য শুনেছেন, সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পুলিশের সামনে যখন এধরনের ঘটনার বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, একটা মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখানে বলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা নেবেন।
তিনি বলেন, মব জাস্টিস যেটা ঘটলো, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও বলছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।