প্রশিক্ষণের সময় একটি বেসামরিক এলাকায় দুর্ঘটনাবশত বোমা ফেলেছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান। এতে দুই সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবারের (৬ মার্চ) এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির বিমান বাহিনী।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে এমকে-৮২ বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে অনির্দিষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে একটি কমিটি গঠন করা হবে। কী ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে; তা নির্ধারণ করা হবে। সেনাবাহিনীর সঙ্গে ‘সরাসরি গুলি’ চালানোর মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধবিমানটি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক গ্রেপ্তার
বেসামরিক ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে উত্তর কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, ‘এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
পাশাপাশি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। তবে কোথায় এই দুর্ঘটনা ঘটেছে; বিমান বাহিনীর বিবৃতিতে সেই বিবরণ নেই।
কিন্তু দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর পোচিওন এই বোমা হামলার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, এতে পাঁচ বেসামরিক নাগরিক ও দুই সেনা আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। এ ঘটনায় সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।