ভারতের তিব্বত সীমান্তের কাছে তুষারধসে অন্তত ৪১ জন নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তুষার ধসে তারা আটকা পড়েন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ঘটনাটি ঘটে উত্তরাখণ্ড রাজ্যের মানা পাসের কাছে। দুর্ঘটনায় ৫৭ জন নির্মাণ শ্রমিক প্রাথমিকভাবে বরফের নিচে চাপা পড়েন। পরে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৬ জন শ্রমিককে উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজীব স্বরূপ।
স্বরূপ বলেন, উদ্ধার হওয়াদের মধ্যে তিনজনকে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বাকী নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।
উত্তরাখণ্ডের শীর্ষ কর্মকর্তা পুষ্কর সিং ধামি বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে।
পরিবেশগতভাবে সংবেদনশীল হিমালয় অঞ্চল, যা বিশ্ব উষ্ণায়নে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটি তুষারধসের ঝুঁকিতে রয়েছে।
২০২২ সালে উত্তরাখণ্ড অঞ্চলে তুষারধসে ২৭ জন শিক্ষানবিশ পর্বতারোহীর মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় খনি ধসে আটকা পড়েছে ৪ হাজার অবৈধ শ্রমিক