টানা চতুর্থদিনের মতো সূচকের পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনের শুরুর ঘণ্টা থেকে পতনের ধারা অব্যাহত ছিল শেষ পর্যন্ত। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট।
ডিএসইর শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ৭ পয়েন্ট এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক কমেছে দশমিক ৬৭ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দাম কমেছে ২০৬, বেড়েছে ১২৪ এবং অপরিবর্তিত ছিল ৬৫ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: টানা পতনের মুখে পুঁজিবাজার, তিন দিনে সূচক কমেছে ৪০ পয়েন্ট
ক্যাটাগরি হিসেবে, ‘এ’ ক্যাটাগরির ৯৩ কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৮০ এবং অপরিবর্তিত আছে ৪৩ কোম্পানির শেয়ার দাম। ‘বি’ ক্যাটাগরিতে ৬২ কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ২২ এবং অপরিবর্তিত আছে ৫ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৪৯ কোম্পানির দাম কমেছে। বেড়েছে ২১ এবং অপরিবর্তিত আছে ১৭ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত ছিল ১৯ কোম্পানি, কমেছে ১০ এবং বেড়েছে ৮ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির ২৯ লাখ ১০ হাজার শেয়ার ৪ কোটি ৩৬ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে ডিএসইতে। সারাদিনের লেনদেনে মোট ৩১৪ কোটি টাকার শেয়ার বেচাকেনা হয়েছে, যা গতদিন ছিল ৩২৮ কোটি টাকা।
ডিএসইর এসএমই খাতের শেয়ারের লেনদেন হয়েছে ঢিলেঢালাভাবে। এই খাতের ডিএসএমইএক্সের সূচক বেড়েছে ১ শতাংশেরও কম।
সারাদিনের লেনদেন এ খাতে মোট ১১ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বেড়েছে ৮ এবং অপরিবর্তিত আছে ১ কোম্পানির শেয়ারের দাম।
বেশিরভাগ কোম্পানির দাম কমলেও এ খাতে গতদিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। মঙ্গলবার এই ইনডেক্সে মোট ৭ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৭ কোটি ৪৮ লাখ টাকা।
আরও পড়ুন: পুঁজিবাজারে বিশেষ বিনিয়োগের পরিমাণ ও সময়সীমা বাড়াতে গভর্নরকে চিঠি
সূচকের পতনের দিনেও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের শেয়ারের দাম ৯ দশমিক ৮১ শতাংশ বেড়ে দরবৃদ্ধির তালিকার শীর্ষে ছিল কোম্পানিটি। অন্যদিকে ৯ দশমিক ৮ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়াম সিমেন্ট মিলস পিএলসি।
সারাদিনের লেনদেনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৪৩ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯১ কোম্পানির মধ্যে দাম কমেছে ৯৭, বেড়েছে ৬৯ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমার পাশাপাশি সিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সিএসইতে গত দিনের ১০ কোটি টাকার লেনদেন বুধবার নেমে এসেছে ৪ কোটির ঘরে।