জনগণ স্থায়ী সরকার চায় উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত ও স্থায়ী সরকার নয়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।’
শনিবার (২৪ মে) বিকাল ৪টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যতটুকু সংস্কার প্রয়োজন, তা আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হলে ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। তবে কোনো রাজনৈতিক দল যদি নিজেদের সংগঠিত করতে কিংবা জোট গঠন করতে দেরি করে—তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না।’
‘তারেক রহমান দেশের বাম, ডান সকলকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা দীর্ঘ ১৫ বছর জোটবদ্ধ আন্দোলন করেছি। তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামী দিনের রাজনীতিকে এগিয়ে নেবেন তারেক রহমান। তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় তরুণদের লড়াই করতে হবে,’ যোগ করেন বিএনপির এই নেতা।
সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়ার নিহত যুবদল নেতা ইমরান হোসেনের কন্যা সামিয়া ইসলাম মীম, এবং অন্যান্য নেতারা।
আরও পড়ুন: আ. লীগের সঙ্গে আপস করবে না বিএনপি: নজরুল ইসলাম খান