যারা সংস্কারের কথা বলছেন তারা নিজেরাই জানে না কী সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, তারা শুধু জানে ক্ষমতায় যাবার সংস্কার।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার চতুর্থ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৭ দিনব্যাপী এই কর্মশালায় চতুর্থদিনের এই কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলেন, তারা জানেনই যে না কী সংস্কার করতে হবে। তার শুধু একটাই সংস্কার জানেন, তাদের এমন একটা সংস্কার করতে হবে, যে সংস্কার করলে তারা ক্ষমতায় যেতে পারবে। এমন চিন্তাভাবনা তারা করে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে আমি গভীল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এই কারণে যে, তিনি এমন সব কাজ করেছিলেন, যেগুলো তিনি কখনো ঘোষণা দেননি। উনি গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশে আনলেন, অথচ কোনো (সংস্কারের) দফা ছিল না। এটাই একটা সংস্কারম বিশাল বড় সংস্কার। এ দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের ওপর নির্ভর করে। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ৫০ শতাংশ এখন গার্মেন্টসের ওপর নির্ভরশীল।
এই বিএনপি নেতা বলেন, কর্মক্ষম মানুষ বিদেশে রপ্তানি করাও জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ। এটিও সংস্কার। যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠাও তার সংস্কারের মধ্যে পড়ে। ঘোষণা ছাড়াই এমন বহু সংস্কার তিনি করেছেন।
এ সময় কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে, তার দিকনির্দেশনা দেন এই বিএনপি নেতা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
কর্মসূচিতে বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।