গাজীপুরে এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে গাছা থানার হারিকেন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। এরপর নিহতের সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেন চা শ্রমিকরা
পুলিশ ও স্থানীয়রা জানান, হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি ওই নারী শ্রমিককে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে করে যানবাহনের যাত্রী, চালক ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম নিহত ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।