গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন আন্না বেগম (২০) ও লিমন শেখ (৩৫)।
জানা যায়, মুকসুদপুর উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার বনগ্রাম সড়কের লোহাইর মুন্সি বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।
নিহতের স্বামী জানান, “আজ সকাল বেলা বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে লোহাইর গ্রামের বাড়ি ফিরছিলেন আন্না বেগম। ভ্যানটি বনগ্রাম নামক স্থানে পৌঁছালে আন্নার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান।”
“এতে তিনি মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কালাম আজাদ জানান, “হাসপাতালে নেওয়ার আগেই আন্না বেগমের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের আবেদন অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
অপরদিকে, কোটালীপাড়া উপজেলায় বালু টানা ট্রলির নিচে চাপা পড়ে ওই ট্রলির চালক লিমন শেখ (৩৫) নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সকালে কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। লিমন কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, “রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। কোটালীপাড়া-রাধাগঞ্জ সড়কে মনোহর মার্কেটের সামনে পৌঁছালে দ্রুত গতির কারণে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”