চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (২৮ আগস্ট) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে জেলা শহরের উদয়নমোড় এলাকা থেকে এই মাদকদ্রব্য জব্দ করে র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের উদয়নমোড় এলাকায় গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।