চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন ওই এলাকার মশিউর রহমানের মেয়ে।
আরও পড়ুন: গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার বাড়ির পাশে রেললাইনের ওপর খেলছিল শিশুটি। এ সময় রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আমনুরাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি।