ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকেই ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড়।
এদিকে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছে যাত্রীরা। তবে সবচেয়ে বেশি আসছে মোটরসাইকেলের যাত্রী।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পন্টুন ডুবে ফেরি সার্ভিস ব্যাহত
ওই দিকে, আরিচা-কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে। পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছে যাত্রীরা।
এ ছাড়াও লঞ্চঘাটেও যাত্রীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। তবে রাস্তায় কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে পারাপার হচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
তবে কাটা লাইন সার্ভিসের যাত্রীরা ঘাট এলাকায় বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ করেন।
যাত্রীরা জানান, পাটুরিয়াঘাট থেকে ঢাকার গাবতলীর ভাড়া ১৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। এছাড়া ঘাট থেকে মানিকগঞ্জ, সাভার, নবীনগরসহ যেকোনো স্থানের ভাড়াও নেওয়া হচ্ছে ঢাকার ভাড়ায়। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদ ফেরত যাত্রীরা।
এ ব্যাপারে পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদ ফিরতিতে ঢাকা থেকে খালি বাস আনতে হচ্ছে। একমুখী যাত্রীর কারণে ভাড়া সামান্য বেশি নিচ্ছেন তারা।