ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল থেকে বরিশাল নগরীর সদর রোডে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। পরে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষুব্ধরা।
এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ ও আবাসভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
আরও পড়ুন: গাজা যুদ্ধের প্রতিবাদ: সেনাদের বরখাস্তের ঘোষণা ইসরায়েলের
বক্তারা বলেন, এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়, এটি ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে। বিভিন্ন গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছে।’
এ সময় পৃথক পৃথক সমাবেশ থেকে বক্তারা দ্রুত গণহত্যা বন্ধে জাতিসংঘ যাতে ব্যবস্থা নেয়, সেই দাবি জানান এবং পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।