যশোরের বেনাপোলে ফেনসিডিল বহনের অভিযোগে শেখ মফিজুর রহমান মফিজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ আগস্ট) রাত ১০টায় বেনাপোল পোর্ট থানার বুজতলা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ মফিজুর রহমান মফিজ (৩২) বেনাপোলের গাজীপুর গ্রামের বাসিন্দা।
তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিলেন মফিজ।
বিজিবি জানায়, গোপন সংবাদে খবর পেয়ে যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বিজিবি আরও জানায়, গ্রেপ্তার মাদক বিক্রেতা ছাত্রলীগের বেনাপোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার কাছ থেকে দৈনিক নাগরিক ভাবনা এবং জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয়পত্র পাওয়া গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে এবং মোটরসাইকেলে প্রেসস্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে মফিজ। গ্রেপ্তার মফিজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।