কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন।
শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে আসা ওই কাঠবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে ঢুকে পড়ে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত ১০ জনের মধ্যে অটোরিকশার যাত্রী ও পথচারীরা রয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া বলেন, সকালে ট্রাকটি দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সোজা বাজারের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাজার করতে আসা দুজন ট্রাকচাপায় মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, ‘আজ সকালে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’