মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সেলিম রেজা নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত সেলিম রেজা মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার আক্তার মোল্লার ছেলে।
আরও পড়ুন: রংপুরে দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ২, আহত ১৩
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, সেলিম রেজা নিজ ইজিবাইকে চার্জ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।