রংপুরে পাথর কুড়ানোয় ক্ষিপ্ত হয়ে দুই শিশুকে নৃশংসভাবে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
শনিবার (১ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
নিহত দুই শিশুর নাম হলো আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। অভিযুক্ত আজহারুল গঙ্গাচড়ার সিট পাইকন গ্রামের বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গত ৫ আগস্ট সকালে প্রতিদিনের মতো গঙ্গাচড়ার ঘাঘট নদীসংলগ্ন এলাকায় বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়ানোর উদ্দেশ্যে গিয়েছিল শিশু আব্দুর রহমান ও মারুফ। পাথর কুড়ানোর কারণে ক্ষিপ্ত হয়ে আজহারুল ইসলাম তার সহযোগীদের নিয়ে নৃশংসভাবে শিশুদুটিকে হত্যা করেন। পরে গুম করার উদ্দেশ্যে বালু উত্তোলন পয়েন্টে বালুর নিচে মরদেহ চাপা দিয়ে রাখেন।
এদিকে, শিশুরা বাসায় সঠিক সময়ে না ফেরায় তাদের অভিভাবকরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বালু উত্তোলন পয়েন্টে মাটি চাপা অবস্থায় তাদের মরদেহ খুঁজে পান। পরবর্তীতে ওই দুই শিশুর বাবা মো. আব্দুর রশিদ ও মো. জাকেরুল ইসলাম বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিপ্লব কুমার আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজহারুল ইসলামকে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।