সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
রবিবার (২ ফেব্রুয়ারি) ভোরে সুন্দরার চক গ্রামে স্থানীয় বাবুর বাজারের ফোন, ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মুনিম আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, মা ও স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মুনিম। তার অপর দুই ভাই মিজান ও দেলোয়ার ফ্রান্স প্রবাসী। আজ ভোরে ৫ থেকে ৬ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যের হাত-পা বেঁধে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি পরিমাণ মালামাল লুট করা হয়েছে তার তালিকা তৈরি ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: লালমনিরহাটে সুড়ঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা