হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে একটি বিয়েবাড়িতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগানে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো— উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১০), সাজিদ আলীর কন্যা শামীমা আক্তার (১০) এবং মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।
আরও পড়ুন: মিরপুরে গার্মেন্টস কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড, ৯ জনের মৃত্যু
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুগুলোর পরিবার স্থানীয় এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল। মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান চলছিল।
এই সময় শিশুরা খেলতে খেলতে এক পর্যায়ে গোসল করার জন্য পাশ্ববর্তী পুকুরের পানিতে নেমে যায়। সাঁতার না জানায় একে একে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা শিশু তিনটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।