জুমার নামাজ
দেশের সব মসজিদে একই সময় জুমা আদায়ের আহ্বান ইফার
দেশের সব মসজিদে জুমার নামাজ একই সময় আদায় করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) সই করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন।’
মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯) জুমা পারস্পরিক দেখা সাক্ষাত ও সাপ্তাহিক ঈদের দিন। এ দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়।
আরও পড়ুন: জুমার নামাজের সময় ভূমিকম্প, মিয়ানমারে নিহত অন্তত ৭০০ মুসল্লি
সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর ১.৩০ টায় জুমার নামাজ আদায় করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায়, তার বিভাগ/জেলায় অবস্থিত সব মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২৮১ দিন আগে
জুমার নামাজের সময় ভূমিকম্প, মিয়ানমারে নিহত অন্তত ৭০০ মুসল্লি
মিয়ানমারে ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের মধ্যে সাত শতাধিক মুসল্লি রয়েছেন। সোমবার (৩১ মার্চ) দেশটির একটি মুসলিম সংস্থা এমন তথ্য জানিয়েছে।
গত শুক্রবার (২৮ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে রমজানের শেষ দিকে জুমাতুল বিদার দিনে এই ভূমিকম্প অনুভূত হয়। তখন জুমার নামাজ আদায়ে মসজিদে ছিলেন বেশিরভাগ মুসল্লি।
জান্তা সরকার বলছে, এই দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৭০০’র বেশি প্রাণহানি ঘটেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
তবে সেসব মুসল্লিদের নিহতের তথ্য সরকারি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, তা পরিষ্কার নয়।
দেশটির সংবাদমাধ্যম ইরাবতিতে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে বেশ কিছু মসজিদ ভেঙে পড়ছে। লোকজন ঘটনাস্থল থেকে নিরাপদ জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
মিয়ানমারের বসন্ত বিপ্লবের মুসলিম নেটওয়ার্কের পরিচালনা কমিটির সদস্য টুন কিই বলেন, মান্দালয়ের এই ভূমিকম্পে ৬০টির বেশি মসজিদ ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলো অনেক পুরোনো হওয়ায় আগে থেকেই ঝুঁকিতে ছিল বলে জানান তিনি।
জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, ভূমিকম্পে ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৪০০ জন। এখনও আরও ৩ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
ভূমিকম্পে অসংখ্য ভবন মাটিতে মিশে গেছে, রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, সেতুগুলো ধসে পড়েছে। দেশটির সার্বিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন পড়েছে।
ব্রিট্শি দৈনিক গার্ডিয়ানের খবর বলছে, উদ্ধার কাজ পরিচালনার জন্য স্থানীয়দের কাছে আধুনিক যন্ত্রপাতি ও হাতিয়ার নেই।
রেডক্রসের কর্মকর্তাদের দাবি, গত ১০০ বছরে এই মাত্রার বিপর্যয়ের মুখোমুখি হয়নি এশিয়া।
উদ্ধারকর্মীরা বলছেন, ‘যাদের সহায়তা দরকার, তারা আমাদের ডাকছেন। কিন্তু নানা সমস্যার কারণে তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না।’
এই ভূমিকম্পে মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ১৮ জন নিহত হওয়ার খবর মিলেছে। দেশটির একটি নির্মাণাধীন বহুতল ভেঙে পড়ায় এই প্রাণহানি ঘটেছে।
২৯৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে মসজিদে সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এই ঘটনা ঘটে।
নিহত সিজল মিয়া (৫০) ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার জুমার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক হয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কিল-ঘুষিতে সিজল মিয়া আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি বলেন, এ ঘটনায় নুরে আলম নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাহত এসআই বিপদমুক্ত নয়: চিকিৎসক
৯৯০ দিন আগে
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র জুমাতুল বিদা
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির সঙ্গে দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা।
জুমাতুল বিদার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এটি মুসলমানদের পবিত্র মাসের বিদায়ের বার্তা বহন করে।
এই দিনে হাজারো মুসল্লি সাধারণত বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশ নেন।
বাংলাদেশে শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করা হবে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিনের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হবে।
মসজিদে মুসল্লিদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। এছাড়া জুমাতুল বিদা, রমজান ও অন্যান্য ধর্মীয় বিষয়ের তাৎপর্য তুলে ধরে খতিব ও ওলামারা খুতবা দেবেন।
১৩৬১ দিন আগে
কঠোর লকডাউনে জুমার নামাজ: রাজধানীর দুটি মসজিদে ভিন্ন চিত্র
ঢাকাকে বলা হয় মসজিদের শহর। শুক্রবার জুমার নামাজে ঢাকার মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা যায়। তবে বর্তমানে করোনা নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর লকডাউন চলাকালে মসজিদে নামাজ আদায়ে সরকার কিছু নির্দেশিকা জারি করেছে।
শুক্রবার (২ জুলাই) রাজধানীর দুটি মসজিদ ঘুরে ইউএনবির ফটোসাংবাদিকরা ভিন্ন চিত্র তুলে ধরেছেন।
১৬৬২ দিন আগে
হাটহাজারী মাদ্রাসা সফরে ধর্ম প্রতিমন্ত্রী
হঠাৎ করেই চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সফর করলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল আলম খান।
১৮০৯ দিন আগে
কোভিডের দিনগুলোতে জুমার নামাজ আদায়
দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় অনেককেই করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম উপেক্ষা করতে দেখা গেছে।
১৯৫৬ দিন আগে
নামাজের জন্য জার্মানিতে খুলে দেয়া হলো গির্জা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার নতুন নিয়ম মেনে মসজিদে নামাজ আদায় করা সম্ভব না হওয়ায়, জার্মানির বার্লিনে একটি গির্জা খুলে দেয়া হয়েছে মুসলমানদের প্রার্থনার জন্য।
২০৬৭ দিন আগে
করোনার সময়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাধারণ সময়ে বিশেষ করে জুমার নামাজ আদায়ে মুসল্লিরা প্রচুর ভিড় জমান। তবে করোনাভাইরাস মহামারির প্রভাবে আমাদের প্রতিদিনের জীবন থেকে শুরু করে মুসল্লিদের নামাজ আদায়- সব কিছু বদলে গেছে।
২০৭৫ দিন আগে
এক মাস পর মসজিদে জুমার নামাজে অংশ নিলেন মুসল্লিরা
স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশনা জারি করে সরকার জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ফলে এক মাস পর শুক্রবার রাজধানীর অনেক মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা।
২০৮২ দিন আগে