ট্রাক জব্দ
ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৪ ট্রাক জব্দ
ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটায় দুটি স্কেভেটর অকেজো ও চারটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এ সময় এই অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত দুইটি স্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী চারটি ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, ‘অভিযুক্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।’
২২৪ দিন আগে
সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১২ এর সদস্যরা।
র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে যাত্রী বহন করায় পিকআপ ভ্যান-ট্রাক জব্দ, চালকের জরিমানা
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়া থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) জব্দ করা হলেও মাদক ব্যবসায়ী, ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে। এ সময় তল্লাশি করে প্যাকেট করা অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে ভারতীয় শাড়ি ও গয়নাসহ ট্রাক জব্দ
এ ব্যাপারে পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
১৭১৫ দিন আগে
মানিকগঞ্জে যাত্রী বহন করায় পিকআপ ভ্যান-ট্রাক জব্দ, চালকের জরিমানা
করোনা মোকাবিলায় গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী বহন করায় শুক্রবার অভিযান চালিয়ে ১০টি পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পিকআপ ভ্যানের চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০৭৮ দিন আগে