যাত্রাবাড়ী
যাত্রাবাড়ীতে মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় মই থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২১ মে) দুপুর ১ টায় যাত্রাবাড়ীর সামাদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুল ইসলাম (৩০) বরিশাল জেলার বাসিন্দা এবং পেশায় একজন ওয়েল্ডিং শ্রমিক। তিনি রাজধানীর শনির আখড়া এলাকায় থাকতেন।
আরও পড়ুন: খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইনুল ওই এলাকার একটি পাইপের গুদামে কাজ করতেন। রবিবার দুপুর ১টার দিকে ওয়েল্ডিংয়ের কাজে মই দিয়ে গোডাউনের ছাদে ওঠার সময় তিনি নিচে পড়ে যান। ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর সোয়া ২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ঢালে বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত আহসান হোসাইন (২১) ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা। তিনি নবারুণ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আহসান হোসাইন মারা যান।
আহসানের মা রোকসানা পারভিন বলেন, ‘তাদের বাড়ি জুরাইন কুসুমবাগ এলাকায়। আহসান নবারুণ ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে পড়তেন। বিকালে বন্ধুর সঙ্গে নীলক্ষেতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। সন্ধ্যায় ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি।’
ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তারা জুরাইন খন্দকার রোডে থাকেন।
আরও পড়ুন: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলায় ভাঙ্গা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক পলকের (২০) বাবার নাম মমিনুল হক। তার বাড়ি চট্টগ্রাম জেলায় এবং তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এশিয়ান সিটির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক ওমর ও তার বন্ধু জুয়েল রানা আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ওমরের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলেও বাচ্চু মিয়া জানান।
আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
প্রশিক্ষণের সময় বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থী নিহত
যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির ২য় পদযাত্রা শুরু
বিএনপির চার দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী সাধারণ নির্বাচন নির্দলীয় নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি শাখার নেতাকর্মীরা যাত্রাবাড়ী থেকে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় মিছিল করছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এটি বিএনপির দ্বিতীয় কর্মসূচি। শনিবার দলের ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত মিছিল করে।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল দলের নেতাকর্মীদের আগের সব কর্মসূচির মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা না ভাবতে তিনি ক্ষমতাসীন দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’
আরও পড়ুন: শাহজাদপুর থেকে মালিবাগ বিএনপির পদযাত্রা শুরু
সাধারণ মানুষের সম্পৃক্ততায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে চূড়ান্ত বিজয় অর্জন করবেন বলেও জানান এই বিএনপি নেতা।
ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোট ও অন্যান্য অধিকারের জন্য পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে তারা আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। এই মিছিল গণতন্ত্র ও সভ্যতার বিজয়।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পায়ের নিচের মাটি হারিয়ে ফেলায় এখন বেপরোয়া মন্তব্য করছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বরখাস্ত হওয়া নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তারকে বিজয় নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের নানা ধরনের 'অশুভ' প্রচেষ্টার কথা উল্লেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা: ফখরুল
ফখরুল বলেন, ‘সুতরাং, আওয়ামী লীগ সরকারকে সংসদ থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদ ভেঙে দিতে হবে। যাতে মানুষ একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোট দিতে পারে।’
ব্যানার, জাতীয়, দলীয় ও সাদা পতাকা, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর-১০ মোড় পর্যন্ত মিছিল করবে ঢাকা উত্তর মহানগর বিএনপি।
এছাড়া ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুতি এড়াতে এখনই পদত্যাগ করুন, সরকারকে ফখরুল
যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুতুবখালী ব্রিজের ফুটপাতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, আশপাশের লোকমুখে তার পরিচয় জানার চেষ্টা করলেও প্রাথমিকভাবে আমরা তার নাম-পরিচয় পাইনি। প্রযুক্তির সহায়তায় আমরা তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।
পুলিশের ধারণা, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাস্তায় বাস করছিলেন এবং অসুস্থতায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে ৫ দিনে হোটেল থেকে এক নারীসহ ৩ লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার
যাত্রাবাড়ী থেকে ১১ বছর পলাতক ‘হিযবুত তাহরীর সদস্য’ গ্রেপ্তার
ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সাজাপ্রাপ্ত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার তৌহিদুর রহমান তৌহিদ (৩২) জঙ্গি সংগঠনটির ‘দাওয়াহ’ ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও র্যাব-২ এর সিনিয়র অতিরিক্ত পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল শনিবার ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী আইনে মামলা: হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কসহ খালাস ৪
রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তৌহিদকে আসামি করা হয়। তিনি গত ১১ বছর ধরে পলাতক ছিলেন এবং জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে তার সম্পৃক্ততা অব্যাহত রেখেছেন বলে জানান র্যাব কর্মকর্তা।
র্যাবের এই কর্মকর্তা অনুসারে, তৌহিদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মিটিং করা এবং মাদরাসা ও স্কুল ছাত্রদের জঙ্গিবাদে জড়িত হতে উতসাহিত করার জন্য হিযবুত তাহরীরের লিফলেট ও পোস্টার বিতরণে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।
তৌহিদের তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই সিনিয়র কর্মকর্তা।
আরও পড়ুন: হিযবুত তাহরীরের ছয়জনের রায় ফের পেছাল
চট্টগ্রামে সরকারবিরোধী লিফলেটসহ নিষিদ্ধ ‘হিযবুত তাহরীর’ নেতা আটক
যাত্রাবাড়ীতে ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে শনির আখড়ার দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের অটোরিকশা চালক মমিন মিয়া (৩৭) ও মুন্সীগঞ্জের মাছ ব্যবসায়ী পলাশ (৫০)।
আহতরা হলেন-মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৬) ও সুমন (৪০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, দনিয়া কলেজের সামনে থেমে থাকা একটি ট্রাককে সিএনজি অটোরিকশাটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া পুলিশ ট্রাকটি জব্দ করতে ব্যর্থ হয়েছে বলে জানান এসআই।
আরও পড়ুন: কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় পিঠা বিক্রেতার মৃত্যু
চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত
১০ ডিসেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে ইশরাকসহ বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
১০ ডিসেম্বর যাত্রাবাড়ীতে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় কার্যনির্বাহী কমিটির সদস্য বিএনপি নেতা ইশরাকসহ নয়জন জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলীর অভিযোগের ভিত্তিতে সোমবার যাত্রাবাড়ী থানায় মামলাটি করা হয়।
মামলাটি পেনাল কোড, ১৮৬০ এবং বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে আ.লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে ইশরাকসহ বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ওই দিন যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ মোড়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, বোমা নিয়ে হামলা করে। এছাড়া পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়া হয়।
তারা হত্যাচেষ্টাসহ হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করে, পুলিশের গাড়ি ভাংচুর করে এবং এলাকা থেকে বোমার কিছু অংশ উদ্ধার করে।
মামলার অন্য আসামিরা হলেন-ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভেল শিকদার, এমডি জামশেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হক। হাসান শখ, শুভ হাসান বাবু, মো. কাউসার, বাদল সরদার।
আরও পড়ুন: রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীতে বিএনপি নেতা ইশরাকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বুধবার রাতে বাসের ধাক্কায় রিকশা আরোহী ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুল জব্বার হাওলাদার স্থানীয় ভূমি অফিসের কর্মচারী।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মুন্সি জানান, রাত ৯টার দিকে দ্রুতগতির একটি বাস রিকশাকে ধাক্কা দিলে আরোহী আহত হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পড়ুন: গাজীপুরে প্রাইভেট কারে মিলল শিক্ষক দম্পতির লাশ
বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার মধ্যরাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতের নাম মো. ইমরান মিয়া (৩৫) একজন ফল ব্যবসায়ী।তিনি শরীয়তপুর জেলার ঘোষেরহাট উপজেলার কালিনগর গ্রামের মৃত মনসের খানের ছেলে ইমরান। তিনি রাজধানীর কদমতলীর রায়েরবাগ পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোডের মাল্টিমিডিয়া সিএনজি পাম্পের সামনে ইমরান ও তার শ্যালক মো. সোহেল (৩২) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে তারা দুজন আহত হন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহতের চাচা শাহজাহান মিয়া জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্র আহত, মাইক্রোবাসে আগুন