কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল
আক্রান্ত ও উপসর্গে কুষ্টিয়ায় ১৮ মৃত্যু
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল সাত জন।
রবিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো মেজবাউল আলম জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩৩ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় আরও ৭ মৃত্যু
তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৯৬ জন, কুমারখালীর আট, দৌলতপুরের ৩১, ভেড়ামারায় চার, মিরপুরে ২৯ ও খোকসা উপজেলায় ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৮৬ হাজার ৩৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮১ হাজার ৩৭১ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৫০ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৮১৮ জন।
রবিবার সকাল ১০টা পর্যন্ত ২৪৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৯১ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৫২ জন।
এছাড়া জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৪১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৯৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৪ জন।
আরও পড়ুন: রামেকে করোনা ও উপসর্গে ১৩ মৃত্যু
এদিক কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩০ টি হাই ফ্লো নাজাল ক্যানুলার মধ্যে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল হয়ে গেছে। ফলে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
১৫৮৭ দিন আগে
সুস্থ হয়ে বাড়ি ফিরল করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া শিশুটি
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা সাত মাস বয়সী শিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
২০৭৭ দিন আগে