পৌর কাউন্সিলর
নাটোরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে চিকিৎসককে লাঞ্ছিতের অভিযোগ
নাটোরের সিংড়া পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় বৃহস্পতিবার সিংড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চিকিৎসক মঈনুল হক রিকো।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলা পরিষদের সামনে পূর্ব বিরোধের জের ধরে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও ডা.রিকোর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কাউন্সিলরে সঙ্গে আরও কয়েকজন যুবকও ওই চিকিৎসকের ওপর চড়াও হয়। পরে আশপাশের লোকজন জড় হলে কাউন্সিলর সেখানে থেকে সরে যান।
আরও পড়ুন: অধ্যক্ষকে পুকুরে ফেলে লাঞ্ছিত: ৪ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার
ডাক্তার রিকো বলেন, কাউন্সিলর মিজান ইতোপূর্বে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একজন নারীকে দিয়ে তার বিরুদ্ধে মামলা করিয়ে সামাজিকভাবে হেয় করান। এ ঘটনায় মামলা করলে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে ছাড়া পাওয়ার পর কাউন্সিলর মিজান তাকে হুমকি দিয়ে আসছিলেন।
এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর মিজানুর রহমান জানান, চিকিৎসক এর আগেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করেছে। আবারো সে চেষ্টা করছে।
আরও পড়ুন: চট্টগ্রামে চলন্তবাসে চবি ছাত্রী লাঞ্ছিত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, একজন সরকারি চিকিৎসককে মারধর সম্পূর্ণ অন্যায়। আমরা এর বিচার চাই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলাম সিদ্দিকী জানান, তারা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।
১২৪২ দিন আগে
মোটর সাইকেল চুরির মামলার আসামি পৌর কাউন্সিলর গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলার কথিত মোটর সাইকেল চোর, ডাকাতি মামলার আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আব্দুর রাজ্জাক রাণীশংকৈল পৌরসভার একজন কাউন্সিলর। তার নিজবাড়ি পৌর শহরের ভান্ডারা (খুনিয়াদিঘি সংলগ্ন) এলাকা থেকে মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্জাক ঐ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওরঙ্গজেব আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আব্দুর রাজ্জাক এক ডাকাতি মামলারও আসামি। হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামের মৃত আকিম উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম নামে একজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে চলতি বছরের ১৯ মার্চ গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লাখ ৭৫ হাজার নগদ টাকাসহ মামামাল লুট করে ডাকাতেরা। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় জাহিদুল ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে।
আরও পড়ুন: ফেনীতে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর আটক
ডাকাতেরা বাড়ির পাশের ভূট্টা ক্ষেত দিয়ে পালিয়ে যায়। পর দিন ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল সেট উদ্ধার করে। ঐ মোবাইল ফোনের সূত্র ধরেই ডাকাতির সাথে জড়িদের চিহ্নিত করে পুলিশ।
হরিপুর থানার ওসি জানান, ধৃত আসামি আব্দুর রাজ্জাক ডাকাতির মূল হোতা বলে স্বীকার করেছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে রাজ্জাক। সব তথ্য যাচাই বাছাই করে ডাকাতির সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ কাউন্সিলর আটক
ওসি আরো জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পূর্বের প্রায় এক ডজন মামলা রয়েছে। তিনি একজন পৌর কাউন্সিলর হলেও, এই এলাকার কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা। তাকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আইনের ফাঁক দিয়ে তিনি বেরিয়ে আসেন।
তাকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৬৯২ দিন আগে
ত্রাণে অনিয়ম: পৌর কাউন্সিলরসহ বরখাস্ত ৩
ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে এক পৌর কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও এক সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২০৯০ দিন আগে
ফেনীতে সাংবাদিককে হুমকি, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি
দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানকে হত্যা করে লাশ গুম করার হুমকির অভিযোগে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূরনবী লিটনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২১১৮ দিন আগে