কোটি টাকা ক্ষতি
মানিকগঞ্জের ঝিটকা বাজারে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকা ক্ষতির দাবি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা ধারণা করছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১১ জুন) সকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় তারা সফল হতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসী, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ছিল।
আরও পড়ুন: গাজীপুরে ঝুট গুদামে আগুন
ঝিটকা বাজারের ব্যবসায়ীরা জানান, পুরো বাজারে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে এবং প্রতিটি দোকান মালামালে পূর্ণ ছিল। দোকানঘর ও মালামালসহ মোট ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে, স্থানীয়রা কার্যকর অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. সোলাইমান মিয়া বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
১৭৭ দিন আগে
কুমিল্লায় আগুনে পুড়েছে ১৫ দোকান
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার বড় মসজিদ মার্কেটে আগুন লেগে রবিবার ভোরে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
২০৭০ দিন আগে