র্যাব
কক্সবাজারে র্যাব পরিচয়ে পর্যটককে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
কক্সবাজারে র্যাব সদস্য পরিচয় দিয়ে পর্যটকে ধর্ষণ, চাঁদাবাজি ও মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ আগস্ট) দিবাগত ২টার দিকে শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরী পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে জাহিদ ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে সানোয়ার হাসান উরফে সনি।
আরও পড়ুন: ফরিদপুরে বাস থেকে নামিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
রবিবার (১৩ আগস্ট) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী জানান, র্যাব পরিচয় দিয়ে একদল লোক শহরের বিভিন্ন স্থানে যানবাহন আটকে ছিনতাই ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেন। এসময় এক সিএনজির যাত্রী ফজল করিমের কাছ থেকে টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা বাসটার্মিনাল ‘রাজা গেস্ট হাউজে’ ফিরে যায়। ওই গেস্ট হাউজের একটি কক্ষে এক পর্যটক অবস্থান করছিলেন। পরে তারা ওই পর্যটককে র্যাব পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
তিনি জানান, পরে ওই পর্যটক অভিযোগ দিলে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। পরে কটেজের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে করা হলে ধর্ষণের সত্যতা পাওয়া যায়।
তিনি আরও বলেন, র্যাব পরিচয়দানকারী দুইজন একটি কটেজে অবস্থান করছিলেন এই রকম খবর আসে আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ ও সনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেন।
আরও পড়ুন: বাগেরহাটে মা-মেয়ে হত্যা মামলায় ৩ ভাই গ্রেপ্তার
সাভারে ১৬ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার
র্যাবের নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা
র্যাবের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় র্যাব-৩ এর সদর দপ্তরের জন্য নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মজিদ অ্যাণ্ড সন্সের সাইট ইঞ্জিনিয়ার রকিবুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ এ জরিমানা করেন।
এছাড়াও আজ করপোরেশনের আওতাধীন ইস্কাটন গার্ডেন, বাসাবো, নাজিমউদ্দিন রোড, আলু বাজার, গোপীবাগ, গ্রিন মডেল টাউন, আমিন মোহাম্মদ হাউজিং ও কোনাপাড়া এলাকায় আরও ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এদিকে আজ দ্বিতীয় দিনের মতো করপোরেশনের আওতাধীন ২২টি থানা ও পুলিশ ফাঁড়ি, ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৪টি মসজিদ, কোয়ার্টার, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
আজকের অভিযানে এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জরুল হক ১৯ নম্বর ওয়ার্ডের ইস্কাটন গার্ডেন এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ ১১ নম্বর ওয়ার্ডের শাহাজাহানপুরের ঝিলপাড় এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় র্যাবের নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৫ নম্বর ওয়ার্ডের বাসাবো এলাকায় ৪৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ৫৬ নম্বর ওয়ার্ডের নাজিমউদ্দীন রোড এলাকায় ৬৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি বাসাবাড়িতে সামান্য পরিমাণে লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩৪ নম্বর ওয়ার্ডের আলুবাজার এলাকায় ৪৭টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় মশার লার্ভা পায় এবং ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আরও পড়ুন: ডিএনসিসির নিজস্ব স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় ৪ লাখ টাকা জরিমানা
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৩৯ নম্বর ওয়ার্ডের গোপীবাগ এলাকায় ৪৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭২ ও ৭৩ নম্বর ওয়ার্ডের গ্রিন মডেল টাউন এবং আমিন মো. হাউজিং এর ৫০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।
নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৪ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আজকের অভিযানে সর্বমোট ৩৯৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬ মামলায় সর্বমোট ২ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: ‘নির্মাণাধীন ভবেন বার বার লার্ভা পেলে ভবনের কাজ বন্ধ করা হবে’
চাঁপাইনবাগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার সেলিম রেজা বাবু শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর এলাকার আকবর আলীর ছেলে।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার রাত সোয়া ৮টার দিকে পুকুরিয়া পেট্রোল পাম্প মোড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজা বাবুকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, সে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীতে পলাতক হিযবুত তাহরীর নেতা গ্রেপ্তার: র্যাব
রাজধানীর কাফরুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক পলাতক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার মো. শাকির খান (৪২) রাজধানীর আদাবর এলাকার মৃত এছান খানের ছেলে এবং জঙ্গি সংগঠনের দাওয়াতি ও অর্থ বিভাগের সদস্য।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আদালত শাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ৯ বছর ধরে পলাতক ছিলেন তিনি এবং গত শনিবার বিকালে কাফরুল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থেকে ১১ বছর পলাতক ‘হিযবুত তাহরীর সদস্য’ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা দুটি মামলার আসামি শাকির দেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাকিরকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং সংগঠনের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: রাজধানীতে ৮ বছর পলাতক হিজবুত তাহরীর নেতা গ্রেপ্তার
কেরানীগঞ্জে হিজবুত তাহরীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব
চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ২৬ গ্রাম হেরোইন জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ গ্রেপ্তার
গ্রেপ্তার জিয়াকুর (৫০) জেলার শিবগঞ্জ উপজেলার পিরগাছি এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ অভিযান চালিয়ে এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জিয়াকুরকে গ্রেপ্তার করে।
কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
২৫ দিন পর নিখোঁজ তিন বন্ধুর লাশ উদ্ধার: অপহরণকারী দলের ২ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেপ্তার: র্যাব
কুমিল্লার গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে র্যাব-১১ এর একটি দল তাদেরকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।
এ সময় হত্যাকারীদের ব্যবহৃত বোরকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল শিকদার, মো. ইসমাইল ও শাহ আলম।
আরও পড়ুন: আহসানউল্লাহ হত্যা মামলার রায় কার্যকর করুন: বক্তারা
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন দুর্বৃত্তের হাতে খুন হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ সাত-আটজন অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার অপর ছয় আসামির মধ্যে পাঁচজন নেপাল, সৌদি, আরব, ভারত ও বাংলাদেশে পলাতক রয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। আসামিদের আদালতে হাজির করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় র্যাব-১১ এর এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা কুমিল্লা র্যাব কার্যালয়ে সাংবাদিদের কাছে এসব তথ্য জানান।
আরও পড়ুন: রাবি অধ্যাপক তাহের হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরে বাধা নেই
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১: র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন কেজি গাঁজা জব্দ এবং এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তার হানিফ (৪০) ওই একই উপজেলার মনাকষা ধুইনাপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি ৪০ লাখ টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় মেসার্স সাহা স্টোরের সামনে রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হানিফকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম তার সঙ্গে ছিলেন।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক
সিলেটে সাইবার অপরাধ চক্রের মূলহোতা গ্রেপ্তার: র্যাব
সিলেটে সাইবার অপরাধ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৬ মার্চ) সকালে নগরীর শামীমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তার মো. রুমেন হোসেনকে (২৩) সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুমারকান্দি এলাকার মৃত আফরোজ মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, রুমেন শামীমাবাদ এলাকার একটি তিনতলা বাসা ভাড়া করে নিচতলায় ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। অভিযানকালে তার কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি কম্পিউটার মনিটর, তিনটি স্মার্ট ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে টেলিগ্রাম আইডি ব্যবহার করে তৃতীয়পক্ষের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত মোবাইল কল ডাটা (সিডিআর) এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অর্থের বিনিময়ে মানুষের নিকট সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।
রুমেনের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ আলামতসহ সোমবার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় 'প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এমডির গাড়িচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে গ্রেপ্তার ২
রাজশাহী নগরীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫।
মঙ্গলবার র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ১৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আবু রায়হান ওরফে তোঁতা (৩০)।
এ সময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে অভিযুক্তরা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে।
খবর পেয়ে র্যাব-৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে তারা র্যাব সদস্যদের হাতেনাতে ধরা পরে।
এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের গাড়ি ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৮: র্যাব
চাঁপাইনবাবগঞ্জে ‘কিশোর গ্যাং’ এর ৪ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং এর চার সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে চাকু, ক্ষুর ও গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফজর শেখ (১৯), রাতুল ইসলাম (২০), রায়হান আলী (২৮) ও নাহিদ হোসেন (২৬)। তাদের সকলের বাড়ি পৌর এলাকার কল্যাণপুর ও লাখেরাজপাড়া এলাকায়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলাহাট এলাকায় একটি চাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কোম্পানি উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: হিজাব পরতে মানা ও মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
জঙ্গি সংগঠন জামাআতুল আনসারের নায়েবে আমির গ্রেপ্তার: সিটিটিসি