জুতা
ইমামকে অব্যাহতি, জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মসজিদ থেকে পছন্দের ইমামকে অব্যাহতি এবং তাকে পুনর্বহাল না করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে দিয়েছেন অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লার অনুসারীরা।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের আগে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্যরা।
এ সময় তারা বলেন, স্থানীয়দের সঙ্গে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ কাম্য নয়। কলেজ মসজিদের অব্যাহতি পাওয়া ইমাক মারুফ বিল্লাহকে সসম্মানে বিদায় করার পাশাপাশি বর্তমান ইমামকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দিতে হবে। ব্যাপক প্রচারের মাধ্যমে এমন একজনকে (ইমাম হিসেবে) নিয়োগ দিতে হবে, যাকে কলেজ ও মসজিদ এলাকার কেউ চেনে না।
এই প্রস্তাব মেনে নিতে পারেননি অব্যাহতি পাওয়া মারুফ বিল্লার অনুসারীদের একাংশ। খুতবা চলাকালেই তারা মসজিদ থেকে বের হয়ে যান। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনের জাতীয় পতাকার খুঁটিতে ঝুলিয়ে দেন জুতা। এ সময় তাদের অশ্লীল ভাষায় স্লোগান দিতেও শোনা যায়।
তবে জাতীয় পতাকার খুঁটিতে যারা জুতা ঝুলিয়েছে, তাদের কর্মকাণ্ডের দায় নিতে চাননি অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লাহ।
এ বিষয়ে তার বক্তব্য, ‘কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। এখন সেখানে কী ঘটনা ঘটেছে, কারা করেছে—এ বিষয়ে আমি কিছুই জানি না।’
ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞাঁ বলেন, ‘জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা উত্তোলন রাষ্ট্রদ্রোহী কাজের সমান। আমরা দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে গত ২০ জানুয়ারি তাবলিগের সাপ্তাহিক তালিম সাময়িকভাবে বন্ধের ঘোষণা করে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।
বিষয়টি নিয়ে ২১ জানুয়ারি অধ্যক্ষকে অবরুদ্ধ করেন ইমাম মারুফ বিল্লার অনুসারীরা। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মারুফ বিল্লাহকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন।
ইমামকে চাকরিচ্যুত করার পর থেকে প্রতি শুক্রবার তাকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে স্থানীয় একটি পক্ষ। এ নিয়ে প্রতি শুক্রবারই শিক্ষকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে স্থানীয় ও কলেজের শিক্ষার্থীদের একটি অংশের। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলেজের নামাজ শুরুর আগে স্থানীয় কিশোর ও যুবকরা কলেজের অধ্যক্ষের ওপর হামলা করে।
২৭২ দিন আগে
জুতা না পরে স্কুলে যাওয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে
নড়াইলে জুতা না পরে স্কুলে যাওয়ায় হাবিবা খান মিষ্টি নামের এক শিক্ষার্থীকে বিদ্যালয় মাঠে খোলা মঞ্চে অসংখ্য শিক্ষার্থীর সামনে পিটিয়েছেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। শুধু তা-ই নয়, প্রধান শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মেয়েটিকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে খোলা মঞ্চের ওপর তাকে পেটান প্রধান শিক্ষক মুরাদুজ্জামান।
হাবিবা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে এবং ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়ার কাছে অভিযোগ দিয়েছেন হাবিবার বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে খোলা মঞ্চের ওপর ছাত্র-ছাত্রীদের সামনে হাবিবাকে বেত দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। পরে হাবিবার জ্বর এলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: অপহরণের ৪ ঘণ্টা পর কুবি শিক্ষার্থী উদ্ধার, আটক ১
এ বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান খান বলেন, ‘আমার মেয়ে রোজা রাখায় শারীরিকভাবে অসুস্থ বোধ করছিল। তাই সে পায়ে জুতা না পরে স্কুলে চলে যায়। এ কারণে প্রধান শিক্ষক সব ছেলেমেয়ের সামনে তাকে নির্দয়ভাবে মারধর করে।’
তিনি বলেন, ‘সামান্য বিষয় নিয়ে কেন এমন নির্দয়ভাবে আমার মেয়েকে মারধর করা হলো? আমি এর উপযুক্ত বিচার চাই।’
প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ‘ছেলেমেয়েদের একেবারে ছেড়ে দিলে হয় না, একটু শাসন করতে হয়। শাসন করতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া বলেন, ‘এক মেয়ে শিক্ষার্থীকে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যদি সতত্যা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
৩০৩ দিন আগে
ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর শহরের হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮টি ইউনিট কাজ করছে।
রবিবার চার ঘন্টার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেন উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহ আলম মোল্লা ও মার্কেট মালিক হাজী মো. ফুল মিয়া।
আরও পড়ুন: ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
স্থানীয় বাসিন্দা ও মার্কেটের জুতা ব্যবসায়ী সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক লাগোয়া ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজী ফুল মিয়া জুতা মার্কেট। এই মার্কেটে পাইকারি দরে জুতা বেচা-কেনা হয়ে আসছে। তৃতীয় তলা বিশিষ্ট মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় পাইকারি ব্যবসার দোকান। আর তৃতীয় তলায় পাদুকার গোদাম হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা। ফলে তৃতীয় তলায় মানুষের চলাচলও কম। এদিকে মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ও উৎসুক জনতা ভীড় জমায়। ফলে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের যানযটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তৃতীয় তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু সময় বাড়ার সঙ্গে আগুনও বাড়তে থাকে। ফলে ভৈরবসহ আশ-পাশের জেলা ও উপজেলা থেকে সার্ভিসের ৮টি ফায়ার ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে, কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে, দমকল বাহিনীর প্রাথমিক ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী জানান, রাত সাড়ে ৮টায় ৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না।
সোমবার আমাদের ও জেলা প্রসাশকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আরও পড়ুন: শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
১১০৩ দিন আগে
জুতা থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস: গবেষণা
বর্তমানে সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতি করোনাভাইরাস। আর এই করোনাভাইরাস থেকে বাঁচার জন্য আমরা বিভিন্নভাবে নিজেদের সুরক্ষার দিকে খেয়াল রাখছি। কিন্তু আমাদের এটাও জেনে নেয়া দরকার, করোনাভাইরাস কোন জিনিসের ওপর কতক্ষণ সজীব থাকে।
২০৬৮ দিন আগে