বুড়িচং
এক ভাই নদী পার হলেও অপর ভাই ফিরলেন লাশ হয়ে
গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে নদী পারাপারের সময় এক ভাই জীবিত ফিরলেও অপর ভাই ফিরলেন লাশ হয়ে। মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে এই ঘটনা ঘটে।
নিহত আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মৃত ছোরত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ইউসুফ ও তার ভাই হুমায়ূন মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চরে যান। ঘাস কাটা শেষে বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামেন তারা।
এ সময় হুমায়ূন নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করেন। পরে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে নিখোঁজের চার ঘণ্টা পর ইউসুফের লাশ ও তার সঙ্গে থাকা তার ঘাসের বস্তাটিও উদ্ধার করা হয়েছে।
২৪৮ দিন আগে
জহির হত্যা: কথিত প্রেমিকসহ স্ত্রীর সাজা কমিয়ে যাবজ্জীবন
কুমিল্লার বুড়িচংয়ের কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ও তার কথিত প্রেমিকের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি করে রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তার প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্য।
আাদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. জাহেদুল আলম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান জানান, আসামিদের কারাভোগ ও বয়স বিবেচনায় তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: ভাইকে খুনের দায়ে ভাইয়ের যাবজ্জীবন
এর আগে গত ২৬ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রীসহ কথিত প্রেমিকের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় জহির মিয়াকে হত্যা করা হয়। এরপর জহির মিয়ার বড় ভাই বাদী হয়ে শিরিন আক্তারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে আদালতের নির্দেশে কবর থেকে জহিরের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তদন্ত শেষে জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার এবং তার কথিত প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
বিচার শেষে ২০১৭ সালের ২১ মার্চ কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ ওই দুজনকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।
আরও পড়ুন: সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৯ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১১৬০ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার গোদ লাইন গ্রামের কলিম উল্লাহর ছেলে এবং আহত পুষুন একই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান আহমদ বলেন, কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে ক্যান্টনমেন্টগামী ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শাকিল ও পুষুন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে শাকিল ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া আহত পুষুনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩
এসআই জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে আনা হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে এবং থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
১২৩৩ দিন আগে
কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যার এজাহার নামীয় প্রধান আসামি শনিবার ভোর রাতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
নিহত মো. রাজু নিহত কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল শনিবার রাত ২টার দিকে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ীতে রাজুকে গ্রেপ্তার করতে অভিযান চালায়।
তিনি বলেন, এলিট ফোর্সের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে সেখানে রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিন জন নামীয় ও অজ্ঞাত আরে ছয় জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ১৫ এপ্রিল চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: কুমিল্লায় সাংবাদিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত
১৩২৮ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫
কুমিল্লার বুড়িচং উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ময়নামতির তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, জালাল আহমেদ, সাইফুল ইসলাম ও আলমগীর হোসেন। আলমগীর হোসেন দেবিদ্বার ও বাকিরা বুড়িচংয়ের বাসিন্দা।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার
এছাড়া এ দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘সকাল ৭টার দিকে তুতবাগান এলাকায় কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীরা মারা যান।
লাশ উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটিও জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালকসহ নিহত ২
১৩৮৬ দিন আগে
কুমিল্লায় ডাকাতির সময় বৃদ্ধাকে হত্যা: ৪ জনের যাবজ্জীবন
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল নং ২ এর বিচারক হাবিবুর রহমান এ রায় দেন।
কাউসার (২৩), শাখাওয়াত হোসেন (২২), সোহাগ (২৮)ও নাসির উদ্দিনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
এর মধ্যে কাউসার ও শাখাওয়াত জেল হাজতে ও বাকি দুই আসামি পলাতক রয়েছে। রায়ে আবদুল গফুর ও মো. আরিফ নামে দু’জনকে খালাস দেয়া হয়।
জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামে নিজ ঘর থেকে ছালেহা বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিদের নামে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা
মামলার পর পুলিশ বিষয়টি তদন্তের পর খুনিদের শনাক্ত করে বিভিন্ন সময় চারজনকে গ্রেপ্তার করে। সাক্ষ্য প্রমাণসহ ওই বছরের ২৮ ডিসেম্বর কুমিল্লা আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পুলিশ জানায়, ডাকাতির সময় বাধা দেয়ায় তারা ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে বলে আসামিরা পুলিশকে জানিয়েছে।
সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তানজিনা জানান, আদালত দীর্ঘ ১০ বছর ধরে সংশ্লিষ্ট স্বাক্ষ্য প্রমাণ বিবেচনা করে বুধবার রায়ের দিন ধার্য্য করেন। এদিন দুপুরে আদালতে গ্রেপ্তার দুই আসামিকে উপস্থিত করা হয়। আদালত দুই আসামির সামনে রায় পড়ে শুনান।
মামলার বাদী শিল্পী আক্তার জানান, আমরা আসামিদের ফাঁসি চেয়েছিলাম, আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে,আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান বিএনপির
পাঁচ তারকা হোটেলে খেতে গিয়ে ২০তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
১৪৭৯ দিন আগে
কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির কাটা জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার রত্নাবতী গ্রামের আছমত আলীর ছেলে আবু সাঈদ(৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৫)।
পড়ুন: ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় কোম্পানীগঞ্জগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একইমুখী একটি সিএনজি চালিত অটোরিক্শাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হয়। এছাড়া ময়নামতি জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন পুরুষ নিহত হন। এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
পড়ুন: খুলনায় চালকদের প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে
বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
১৫১০ দিন আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার ময়নামতিতে পাথর বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লা মুখী পাথর বোঝাই একটি ট্রাক একইমুখী একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিকশা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুন: বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
নিহতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামের ইসমাইল হোসেন সাগর, হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকার আব্দুল আহাদ এবং অপর এক জনের পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ এবং ট্রাকের চালক হেলপারসহ তিনজনকে আটক এবং নিহতদের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
১৫৪৬ দিন আগে
কুমিল্লার বুড়িচংয়ে ২ শিশু করোনা আক্রান্ত
কুমিল্লার বুড়িচং উপজেলায় জিয়াপুর গ্রামের দুই শিশু করোনা আক্রান্ত হয়েছে। তাদের একজনের বয়স সাত ও অন্যজনের বয়স চার বছর।
২০৬৬ দিন আগে