এতিম
রূপসায় এতিমদের মাঝে দুম্বার মাংস বিতরণের অভিযোগ
সৌদি আরবের দেওয়া দুম্বার মাংস এতিম ও দুস্থদের মধ্যে বিতরণে খুলনার রূপসায় উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কার্যালয়ের (পিআইও) বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা পিআইও সূত্রে জানা যায়, বিগত বছরের মতো এবারও সরকারিভাবে গত ২৩ জানুয়ারি এতিম ও দুস্থদের জন্য ১৪ কার্টুন দুম্বার মাংস উপজেলায় আসে। প্রতি কার্টনে ১০ টুকরা করে দুম্বার মাংস ছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব মাংস এতিম ও দুস্থদের মধ্যে বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও তা সঠিকভাবে বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দের নামে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় আরও দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
উপজেলায় শতাধিক মাদরাসা থাকলেও তার মধ্যে মাত্র ২৮টি প্রতিষ্ঠানকে ৫টি করে দুম্বার মাংস দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠান পাওয়ার যোগ্য হলেও তাদের দেওয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তালিকায় উপজেলা মডেল মসজিদের নাম থাকলেও বিষয়টি ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কেউ জানেই না। মডেল মসজিদের নামে দুম্বার মাংস কাকে দেওয়া হয়েছে বা কে নিয়েছে তা কেউ জানে না।
এ ব্যাপারে মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ফুহাদ উদ্দিন বলেন, সৌদির দুম্বার মাংসের বিষয় আমাদের কেউ জানায়নি। আর আমরা এ বিষয়ে কিছুই জানি না। তবে উপজেলা মডেল মসজিদের নাম ব্যবহার করা উচিত হয়নি।
অপরদিকে রূপসার ইলাইপুর দারুস সালাম তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের মোহতামিম হাফেজ মওলানা মো. মারুফ বিল্লাহ বলেন, আমাদের মাদরাসায় ১০ জন এতিম শিশু রয়েছে। তাদের জন্য উপজেলা থেকে পাঁচ টুকরা দুম্বার মাংস দেওয়া হয়েছে। এছাড়া সামন্তসেনা দাখিল মাদরাসায় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং না থাকলেও তাদের ৫টি দুম্বার মাংস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মারা গেলেন খুলনায় স্থায়ী অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম কেইথ
এসব মাদরাসা প্রধানসহ কয়েকজন শিক্ষক মিলে ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি কোনো শিক্ষার্থীকেও মাংস দেওয়া হয়নি বলে একাধিক সূত্র জানিয়েছে।
মাদরাসার প্রধান মওলানা মো. শফিউদ্দীন নেছারী জানান, এই মুহূর্তে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং না থাকলেও ১ তারিখ থেকে চালু করা হবে। আর দুম্বার মাংস সংরক্ষণ করে রাখা হয়েছে। পরে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, দ্রুত সময়ে বণ্টন করা হয়েছে। কোনো অনিয়ম হয়ে থাকলে পরবর্তী বছরে যাচাই-বাছাই করে সঠিকভাবে দেওয়া হবে।
তাছাড়া তালিকায় উপজেলা মডেল মসজিদের নাম থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানে না- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
আরও পড়ুন: খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানকে বারবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
তবে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
৬৭৭ দিন আগে
আওয়ামী লীগ এতিম হয়ে গেছে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আজ এতিম হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। পুলিশের পিছে পিছেও ঘুরছে। আর ছুরি, লাঠি, দা নিয়ে তারা শান্তি সমাবেশ করছে। ওরা নাকি জনগণের সম্পদ রক্ষা করবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
খসরু বলেন, ঢাকায়ও আমাদের সমাবেশ হয়েছে। লোকে লোকারণ্য ছিল সেই পদযাত্রা। এছাড়া তারেক রহমানের সিদ্ধান্ত হলো ফয়সালা হবে রাজপথে। রাজপথ ছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা নেই। রাজপথে জনগণকে নিয়ে এ ফ্যাসিস্টকে হটাতে হবে।
তিনি বলেন, জনগণ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে। লাখো জনতা রাস্তায় নেমে গেছে। এরা কেউ বাড়ি ফিরে যাবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা বিদায় করবে।
তিনি আরও বলেন, জনগণ এই ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে জবাবদিতামূলক সংসদ ও সরকার আনবে।
কাজীর দেউরী নুর আহম্মেদ সড়ক থেকে পদযাত্রা শুরু করে লাভলেইন মোড়, জুবলী রোড়, তিনপুলের মাথা, বোস ব্রাদার্স, ডিসি হিল, বৌদ্ধ মন্দির, লাভলেইন হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
আরও পড়ুন: আ.লীগ বিরোধী দলের মতো আচরণ করছে: আমীর খসরু
বিএনপির ২৭ দফা সরকারবিরোধী আন্দোলনের অংশ: আমীর খসরু
১০২০ দিন আগে
গাছের ডালে জুলেখা ও রাকিবের ১৭ দিন!
বন্যায় ঘর হারিয়ে এতিম দুই ভাই-বোন গাছের ডালে বাস করেছে। ১৭ দিন মাঁচা বেঁধে থাকার পর এখন তারা এক প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
বোন জুলেখার বয়স (২২) ও ছোট ভাই রাকিবের বয়স (১৩)।
নিঃস্ব এই পরিবারটি প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা সহায়তা পেয়েছে। এই সহায়তা পেয়ে তারা খুশি। তবে এ টাকা দিয়ে একটি ঘর নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছে তারা। এলাকাবাসী এতিম এ দুই ভাই-বোনের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে নামছে বন্যার পানি
জানা যায়, শিমুলবাক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামে একটি মাঁচা বেঁধে বাস করত জুলেখা ও রাকিব। তাদের বাবা জবান আলী ও মা অনেক আগেই মারা গেছেন। এতিম দুই ছেলেমেয়ে সাহায্য সহায়তায় নিয়ে দিনাযাপন করে আসছে। বন্যায় ঘরের সব মালামালসহ মাথা গোঁজার ঠাঁইটি ভাসিয়ে নেয়ায় দিশেহারা হয়ে পড়ে তারা। কোথায়ও আশ্রয় না পেয়ে বড় একটি গাছের ডালে আশ্রয় নেয়। এখানেই ১৭ দিন কাটে তাদের।
জুলেখা জানায়, হঠাৎ করে বন্যার পানি এসে ঘরের মধ্যে প্রবেশ করে। আমরা দুই ভাই-বোন ভয়ে কাঁপতে থাকি। ১৭ তারিখ সকাল বেলা দেখি চোখের সামনেই বানের তোড়ে ঘরটি ভেসে যাচ্ছে। চারদিকে নৌকাও নেই। আশ্রয়ের কোন জায়গাও নেই। সবার ঘরে পানি। দিশেহারা হয়ে ভেসে যাওয়া বাঁশ, টিন, কাঠ ও ঘরের আসবাবপত্র কোন রকম ধরে পাশের একটি গাছের ডালে ওঠাই। এবং এখানেই দুই ভাইবোন মিলে মাঁচা বাঁধি। এভাবেই ১৭ দিন খেয়ে না খেয়ে থাকার পর দালান একটি বাড়িতে উঠি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘর নির্মাণের জন্য ১০ হাজার টাকা দিয়েছেন। কয়েকদিন পরে ঘর নির্মাণে হাত দিব।
শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন জানান, ‘অসহায় এ পরিবারকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় কিছু খাবার দিয়েছি। প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা হাতে পৌঁছে দিয়েছি এবং অন্য একটি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করেছি। আমি নিজ উদ্যোগে এতিম ছেলেমেয়ে দুটির থাকার জন্য মাটি ভরাট করে একটি ঘর তৈরি করে দেব।’
আরও পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩: স্বাস্থ্য অধিদপ্তর
১২৪১ দিন আগে
নড়াইলে ৭০০ এতিমের খাবারের ব্যবস্থা করলেন মাশরাফি
নড়াইল সদরের প্রত্যেক এতিমখানায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে ৭০০ এতিমের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
১৯৩৭ দিন আগে
এতিম নেই, তবুও বরাদ্দ!
নড়াইল, ০৬ সেপ্টেম্বর (ইউএনবি)- এতিমখানায় এতিম নেই। তবুও বরাদ্দ পাচ্ছে কিছু এতিমখানা। নড়াইল জেলায় বছরের পর বছর এতিমের নামে সরকারি টাকা এভাবে লুটে নেয়ার অভিযোগ অনেক।
২২৮২ দিন আগে