পরীক্ষা স্থগিত
আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ কথা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ নিহত ২০, আহত ১৭১: আইএসপিআর
সেখানে বলা হয়েছে, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’
এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় শোকাস্তব্ধ সারা দেশ। পরীক্ষার্থীরাও এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।
১৮১ দিন আগে
ঘূর্ণিঝড় মোখা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর রবিবারের পরীক্ষা স্থগিত
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে রবিবারের (১৪ মে) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নিয়োগ পরীক্ষা স্থগিত: নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষা বোর্ডগুলো হলো- চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে।
এদিকে রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।
কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: পাঁচটি বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত
এইচএসসি, বিএমটি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত
৯৮২ দিন আগে
এইচএসসি, বিএমটি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি, বিএমটি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুরুর পরই এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে, কি কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষা রবিবার শুরু হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকা থেকে যানজটের খবর পাওয়া গেছে।
ইউএনবি সংবাদদাতারা ঢাকার বেইলী রোডের কাকরাইল থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত দীর্ঘ যানজট দেখতে পান। এতে অনেক পরীক্ষার্থীকে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে।
পরীক্ষার্থীদের মোবাইল বা অন্য কোনো ডিভাইস বহন করতে দেয়া হবে না।
আরও পড়ুন: পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
সংঘর্ষের পর ঢাকা কলেজে ক্লাস,পরীক্ষা স্থগিত
১১৭০ দিন আগে
দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত
চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত বিষয়গুলো বাদে অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখ করা সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে গত বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা: নড়াইলে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন সরবরাহ!
এসএসসি পরীক্ষা: যশোর শিক্ষাবোর্ডের বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত
নতুন সিলেবাসে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
১২১৬ দিন আগে
চবির সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
করোনা পরিস্থিতির অবনতি ও কঠোর লকডাউন ঘোষণা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এ অবস্থায় চবি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের চারটি বাস করে শিক্ষার্থীদের ঢাকায় পৌঁছে দেয়া হবে। বাসগুলো আজ দুপুর ১২টায় জিরো পয়েন্ট (স্মরণ চত্বর) থেকে ছাড়বে।
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই : শিক্ষামন্ত্রী
শনিবার (২৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রক্টররা অংশগ্রহণ করেন।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ‘কঠোর লকডাউন ঘোষণা করায় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুন থেকে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।’
আরও পড়ুন: শিক্ষাবর্ষের সময় কমানো, ছুটি বাতিলের পরামর্শ ইউজিসির
তিনি বলেন, ‘দূরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার জন্য ২৭ জুন দুপুর ১২ টায় চবি প্রক্টরের তত্ত্বাবধানে চারটি বাস শিক্ষার্থীদের নিয়ে চবি ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার সায়েদাবাদ পর্যন্ত বাসগুলো যাবে।’
চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ঢাকাগামী শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট রুটের শিক্ষার্থীরা যেতে পারবে। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড সাথে রাখতে হবে। আমরা প্রক্টরিয়াল বডি এ কর্মকাণ্ড পরিচালনা করব।’
১৬৬৮ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধের চেষ্টা, আটক ১১
পরীক্ষা স্থগিতে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজধানীর শাহবাগ মোড় অবরোধের চেষ্টা বৃহস্পতিবার বানচাল করে দিয়েছে পুলিশ।
১৭৮৯ দিন আগে
প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২১০৯ দিন আগে