নারীসহ আহত
ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঈদের দিনেও সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজন নিহত ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
এতে খাগালিয়া গ্রামের বাসিন্দা জামাল মিয়া (৪০) নিহত হন। নিহত জামাল মিয়া ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, খাগালিয়া গ্রামের বাসিন্দা ভলাকুট ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকজনদের মধ্যে নতুন বাজার এলাকার সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান আছে। শনিবার উভয় পক্ষের লোকজন জমিটি দখলে নিতে যায় এবং সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের এক পর্যায়ে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি খাস জমি দখল নিতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রব মিয়ার সমর্থক জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় 'ভুল চিকিৎসায়' কলেজছাত্রের মৃত্যুর অভিযোগে আটক ৩
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক, আদালতে ফিরছেন ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা
১০০২ দিন আগে
ভোলা পৌরসভা নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০
পঞ্চম ধাপের ভোলা পৌর নির্বাচনের প্রচারণা চলাকালে মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন ও আসাদ হোসেন জুম্মান প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক সংর্ঘষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।
১৭৯৮ দিন আগে
ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকূপা উপজেলার দামুকদিয়া গ্রামে সোমবার দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
২১০৭ দিন আগে