শাবলের আঘাত
মাগুরায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত
মাগুরার শালিখায় স্বামী মিজানুর মোল্যা নামের এক ব্যক্তির শাবলের আঘাতে সোনালী বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে নিজ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে শালিখা থানা পুলিশ।
এ ঘটনায় প্রতিবেশী জুয়েল বলেন, ‘আজ সকালে আমার কাকা মিজানুরকে দেখি বাড়ির সিড়ির ওপর বসে আছে। কাকা ঘরে ঢুকবে, কিন্তু কাকি (সোনালী) ঘর খুলছে না। আমি কাকাকে বললাম, বকাবকির দরকার নেই। তাই বলে কাজে চলে যাচ্ছিলাম, বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেলে চিল্লাচিল্লির শব্দ শুনে বাড়ি ফিরে এসে কাকাতো বোন মদিনার কাছে শুনতে পাই, তার আব্বা মাকে মেরে ফেলেছে।’
সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন (১১) বলে, ‘চট্রগ্রাম রডের কাজ করে আজ সকালে আব্বা বাড়ি আসে। এরপর তিনি মাকে ঘর খুলতে বললে মা বলে, আমার মাকে খবর দাও; তার সামনে ঘর খুলব, না হলে তুমি আমাকে মারবে। মা ঘর না খুললে আব্বা রান্নাঘরের দেওয়ালের ওপর বাঁশের বেড়া ভেঙে ঘরে ঢুকে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মার মাথায় বাড়ি দেয়।’
শালিখা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) অলি মিয়া জানান, আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রীর সোনালী বেগমের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশুসন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
১৪৬ দিন আগে
যশোরে শাবলের আঘাতে একজন নিহত, আটক ২
যশোরে প্রতিপক্ষের শাবলের আঘাতে আহত এক ব্যক্তি শনিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২০৫৭ দিন আগে