কাভার্ডভ্যান
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্যাক্টর সংঘর্ষে চার শ্রমিক আহত
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল ৭টার দিকে ময়লার টিলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. রহিম, মো. শাহিন, মো. রমজাম আলী ও থৈঅংগ্য মারমা। তারা সবাই মাটিরাঙ্গার বাসিন্দা ও ট্রাক্টরের শ্রমিক।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান খাগড়াছড়ি শহরের পথে আলুটিলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানে আগুন লাগে এবং ধাক্কায় ট্রাক্টর উল্টে যায়।
আরও পড়ুন: এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন, উত্তেজনা বাড়ছে
দুর্ঘটনায় ট্রাক্টরের চার শ্রমিক আহত হন। এর কারণে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
১৯৪ দিন আগে
নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নাসির নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের মো. দবির উদ্দিন ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় হতাহত ৫
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২২১ দিন আগে
নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা
নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যানচালক ছিলেন।
আরও পড়ুন: ঈদের রাতে সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দু্ইজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেড়ে হত্যার ঘটনা ঘটতে পারে। রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
২৩৪ দিন আগে
জামালপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ১০
জামালপুরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে জামালপুরগামী প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর দুই গাড়ির চালকসহ তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনার পর থেকে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় পার্শ্বে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
২৬৬ দিন আগে
ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৫ শ্রমিক নিহত
ফেনীর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কাভার্ডভ্যানের সাথে পিকআপের সংঘর্ষে অন্তত ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
মহিপাল হাইওয়ে মডেল থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এছাড়াও আরও ১০ জনের মতো আহত হয়েছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জানা গেছে, পিকআপটিতে ২০ জনের মতো শ্রমিক ছিলেন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ফেনীতে কাজ করছিলেন। আজ কাজ শেষ করে নিজেদের বাসার দিকে তারা ফিরছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটেছে।
২৯০ দিন আগে
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জের কুমারপুর চত্বরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল গোফফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুরের কোচগ্রামের ওমর আলীর ছেলে ভ্যানচালক আনোয়ার হোসেন (৫০)।
আটক কাভার্ডভ্যান চালক সিদ্দিক শহরের রামনগর মহল্লার শেখ ওসমান আলীর ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশু নিহত
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির জানান, সোমবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের মাছ হাটিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি কাভার্ডভ্যান। মাছ ব্যবসায়ী আব্দুল গোফফার দুর্ঘটনাস্থলেই নিহত হন। রিকশাভ্যান চালক আনোয়ার হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে পাঠানোর পর তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক সিদ্দিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: খুলনায় ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত
৪৩১ দিন আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রাম মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
কামরুল উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোল মোগরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কার্ভাডভ্যান ও বাস মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানের চাপায় সামনে থাকা বিএনপি নেতা কামরুল মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।’
আরও পড়ুন: বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
৫১০ দিন আগে
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মো. মেহেদী হাসান নিহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মেহেদী হাসান (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মো. ইলিয়াছ শেখের ছেলে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান, বুধবার সকালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মেহেদী হাসান নিহত হন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয় বলে জানান তিনি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৫১৯ দিন আগে
শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
শেরপুরের নকলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুল হাসান রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গৌড়দ্বার বাজারের কাছে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল হাসান রাসেল (৩৫) সদর উপজেলার কুঠুরাকান্দা এলাকার ছাইদুল হকের ছেলে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, ময়মনসিংহের দিক থেকে মোটরসাইকেলে করে রাশেদুল বাসায় ফিরছিলেন। এসময় গৌরদ্বার বাজারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান রাসেল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে ফেরার পথে যুবকের মৃত্যু
৫৪৭ দিন আগে
কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় রইচ কাজী নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আজিজ খান নামে ট্রাকের চালকও।
আরও পড়ুন: খুলনায় সাইকেল থেকে পড়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
রবিবার (১২ মে) খুলনা-ঢাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইচ কাজী রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। সে ওই ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানায়।
আহত ট্রাকচালক আজিজ খান রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা মারে। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু
৫৭১ দিন আগে