রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)
রামেকে করোনায় আরও ১৭ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টার পর্যন্ত ২৪ ঘণ্টায় এসকল রোগীর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার দুই জন করে, নাটোরে ৪ ও নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের একজন করে রয়েছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় আরও ২০ জনের মৃত্যু
মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে আরও ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৫ জনে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। রবিবার সকাল পর্যন্ত ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৬ জন।
আরওপড়ুন: কুমিল্লায় করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ২৮৩
১৬৪৭ দিন আগে
রামেক হাসপাতালে একদিনে ১৮ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী নগরীর ১০ জন রয়েছেন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর দুজন করে এবং কুষ্টিয়ার ও সিরাজগঞ্জের একজন করে রয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল তিনজনের। বাকি ১৫ জন শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ২২ মৃত্যু
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচ জন নারী। এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিরা ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের চারজন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের দুইজন ও ১১ থেকে ২০ বছর বয়সের একজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন ৭৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন। এ দিন সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৫০১ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।
আরও পড়ুন: সাধারণ রোগীদের শেবাচিম হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা
শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে করোনা সংক্রমণের হার কমেছে। বৃহস্পতিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪১ শতাংশ কমে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। আগের দিন বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ।
১৬৫৬ দিন আগে
রামেক হাসপাতালের ২১ চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ৪২
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২১ চিকিৎসকসহ ৪২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
২০৯৯ দিন আগে
রামেকে আরও ৩ জনের করোনা শনাক্ত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে রবিবার আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
২১০১ দিন আগে