ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে সিলেট এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচ খেলতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় উইলিয়ামস-ক্রেইগ আরভিনরা।
এয়ারপোর্টে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে জিম্বাবুয়ে দলকে। বডি ল্যাংগুয়েজ আর চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। জয় ছিনিয়ে নিতে যে তারা মরিয়া, তা বলার অপেক্ষা রাখে না।
এবার পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনও। অভিজ্ঞ দুই ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুত বাঘিনীরা
তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছে জিম্বাবুয়ে।
সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা।
জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।
২৭৮ দিন আগে
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট চলাচল বন্ধ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
এরপর বিকাল পৌনে ৫টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘সোমবার বিকাল ৫টা থেকে ৬ ঘণ্টার জন্য বিমানের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা পেলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হবে।’
এর আগে ঢাকার শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনা ভারতে, ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা
৫৩২ দিন আগে
ঘন কুয়াশায় ঢাকার দুটি ফ্লাইট নামল সিলেটে
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আন্তর্জাতিক দুইটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।
এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে এগুলো ঢাকায় ফিরে যায়।
ইউএস-বাংলা’র সিলেটের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, সকাল সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আমাদের দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সকাল সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে উড়াল দেয়।
আরও পড়ুন: আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ঢাকার ৩টি ফ্লাইট নামলো সিলেটে
সাড়ে ৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
১০৬৩ দিন আগে
সিলেট বিমানবন্দরে স্বর্ণের বারসহ আটক ১
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক দশমিক ১৬ কেজি ওজনের একটি সোনার বারসহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আটক মইনুল ইসলাম শাকিল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, আজ সকালে মইনুল দুবাই থেকে আসেন। গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাকে তল্লাশির জন্য থামানো হয়।
তিনি বলেন, ‘আমরা তার ব্যাগে লুকানো সোনার বার পেয়েছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: শাহ আমানতে যাত্রী আটক, ৩৪ স্বর্ণের বার জব্দ
শাহ আমানতে ২৮ স্বর্ণের বারসহ বিদেশ ফেরত যাত্রী আটক
১৩২৭ দিন আগে
সিলেট ছাড়লেন আরও ১২২ ব্রিটিশ নাগরিক
করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেটে আটকে পড়া আরও ১২২ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
২০৯৫ দিন আগে