করোনা পজেটিভ
রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১৬ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ১১ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও ঝিনাইদহের একজন রয়েছে। এদের মধ্যে তিনজন মারা যান আইসিইউতে। মৃতদের মধ্যে আটজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৩১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন।
আরও পড়ুন: করোনা: দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু
তিনি আরও জানান, এ নিয়ে চলতি মাসের গত ২৩ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২৩ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৪৫ জন। এর আগে সবচেয়ে বেশী মারা যান গত ৪ জুন ১৬ জন এবং সবচেয়ে কম ১২ জুন চারজন।
আরও পড়ুন: ফাইজারের টিকাদান সোমবার থেকে শুরু
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়, নাটোরের দুই, নওগাঁর পাঁচ, পাবনার দুই ও ঝিনাইদহের একজন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৭৬ মৃত্যু, শনাক্ত ৪৮৪৬
তিনি বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ৪৮ বেডের আরও একটি ওয়ার্ড মঙ্গলবার চালু করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে বেডের সংখ্যা দাড়িয়েছে ৩৫৭টি। বুধবার সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪১০ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেড তৈরী করে রাখার ব্যবস্থা করা হয়েছে। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১০ জন রোগীর মধ্যে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার নয়জন, কুষ্টিয়ার তিনজন এবং চুয়াডাঙ্গার দুইজন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।
এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু বাড়লেও রাজশাহীতে টানা চারদিন ধরে কমেছে করোনার সংক্রমণ। মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৫৭ টি নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ০৫ শতাংশ।
এর আগের দিন সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও গত রবিবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ এবং শনিবার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।
শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৭৬ জনের।
রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও বিদেশগামী দুইজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ এসেছে।
রাজশাহীতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় প্রথমে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। পরে তা আরেক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন রাত ১২টায় করা হয়।
১৬২৫ দিন আগে
লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনার নমুনা পরীক্ষায় তিন জনের জনের পজেটিভ এসেছে। এর মধ্যে দুজন সদরের এবং অপরজন রামগঞ্জ উপজেলার।
১৮১৮ দিন আগে
১২ দিন পর করোনামুক্ত ট্রাম্প
হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি সোমবার বলেছেন, আক্রান্ত হওয়ার ১২ দিন পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৮৭৯ দিন আগে
তৃতীয় পরীক্ষাতেও করোনা পজেটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর নমুনা পরীক্ষা আবারও করোনা পজেটিভ এসেছে বলে বুধবার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।
১৯৬০ দিন আগে
সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুন করোনায় আক্রান্ত
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম আল মামুন করোনায় আক্রান্ত হয়েছেন।
১৯৯৮ দিন আগে
যশোরসহ চার জেলায় আরও ১৫ জনের করোনা পজেটিভ
দুই দিন বিরতির পর ফের যশোরে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
২০৩২ দিন আগে
খুলনা বিভাগে ১১২ জনের করোনা শনাক্ত, সবচেয়ে বেশি যশোরে
খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলবার পর্যন্ত ১১২ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে যশোর জেলায়। আর সাতক্ষীরা জেলায় রয়েছে সবচেয়ে কম, মাত্র একজন।
২০৪৬ দিন আগে
কিশোরগঞ্জে ১৪৫ নমুনার মধ্যে একজনের করোনা পজেটিভ
কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে একজনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ধরা পড়েছে।
২০৪৬ দিন আগে
নড়াইলে জেলা প্রশাসকের সিএসহ তিনজনের করোনা পজেটিভ
নড়াইল জেলা প্রশাসকের সিএ মো. দুলাল হুসাইনসহ তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২০৪৮ দিন আগে