পুরস্কার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো যারা
৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের পর্দা নামলো রবিবার (২২ জানুয়ারি)। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যায় এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমাপনী আয়োজনে অতিথি, জুরি, নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী চলচ্চিত্র, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।
আরও পড়ুন: হোলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে ছবি মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি অবিন্তার মায়ের
এবারের উৎসবে দেখানো হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে রাশিয়ান সিনেমা ‘পোডেলনিকি’-এর জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার বিজয়ী হন মিস্টার আর্টিওম আনিসিমভ। ভারতের ‘অপরাজিত’ সিনেমার জন্য সেরা স্ক্রিপ্ট রাইটার অনিক দত্ত এবং ভারতের ‘প্রপেদা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কেতকী নারায়ণ।
এছাড়াও জাপানের সিনেমা ‘নাকোডো-ম্যাচমেকারস’ এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ইক্কেই ওয়াতানাবে। ইরানি সিনেমা ‘জেন্দেগি ভা জেন্দেগি’ এর পরিচালক হন আলী ঘাভিতান। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় ইরানি সিনেমা ‘দ্য মাদার’। বিশেষ অডিয়েন্স পুরস্কার জয়ী চলচ্চিত্র বাংলাদেশ থেকে ‘জে কে ১৯৭১’ এবং অডিয়েন্স পুরস্কার জয়ী সিনেমা হলো বা হলো বাংলাদেশ থেকে ‘হাওয়া’।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে সেরা তথ্যচিত্র ‘মহাত্মা হাফকাইন (রাশিয়া), সেরা ফিচার ফিল্ম ‘ঘোর ফেরা’। বাংলাদেশ প্যানোরমা সেকশনে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড পায় বাংলাদেশের সিনেমা ‘সাতাঁও’।
আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
অবশেষে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’
২৭ বিভাগে ৩৪ জন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বড়পর্দার তারকাদের জন্য কাজের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালের সেই তালিকা এরইমধ্যে প্রকাশ পেল। এবারের আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর, যৌথভাবে এই তালিকায় রয়েছেন ইলিয়াস কাঞ্চন।
প্রতি বছর ২৮টি ক্যাটাগরিতে দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এ বছর ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ ক্যাটাগরিতে কোনো প্রার্থী যোগ্য বিবেচিত না হওয়ায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদৈর্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। যার মধ্য থেকে জয়ীদের নির্বাচিত করা হয়।
এবারের তালিকায় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন- সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে- আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য) পুরস্কার পেতে যাচ্ছেন।
আরও পড়ুন: দশম ঢাকা লিট ফেস্টেরে পর্দা উঠল
এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে- মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক-রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে-এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে- মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে- প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী- আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক- সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক- কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা- চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার- প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার-সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।
শ্রেষ্ঠ কাহিনিকার-রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।
শ্রেষ্ঠ সম্পাদক-সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক-শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক- শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেকআপম্যান দলগত-মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রকার- কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।
আরও পড়ুন: বছর শেষে শহর মাতালো ৩২ ব্যান্ড
‘সেরা রাঁধুনী ১৪২৯’ উপস্থাপনায় শ্রাবণ্য
শেখ রাসেল যুব র্যাপিড দাবা শুক্রবার থেকে শুরু
বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে শেখ রাসেল চেস একাডেমি আয়োজিত প্রথম শেখ রাসেল যুব র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৩ শুরু হতে যাচ্ছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে এই বুদ্ধির খেলার আসরটি।
ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশন হল রুমে দিনব্যাপী এই প্রতিযোগিতায় শুধুমাত্র ২০ বছরের কম বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন।
একই দিন বিকালে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ।
এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা ফেডারেশন (এফআইডিই) জোন ৩.২ -এর সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
প্রতিযোগিতাটি সাত রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ২০ হাজার টাকা নগদ প্রাইজমানি পাবেন।
আরও পড়ুন:ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়
মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্স এর পুরস্কার পেল ইউএস-বাংলা
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারল্ইান্সকে সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হয়।
শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলাকে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘ দিনের কষ্ট নিরসন করার জন্য এবং অন-টাইম ডিপারচার সহ বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় ‘সেরা এয়ারলাইন্স’ এর পুরস্কার দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রধান অতিথির কাছ থেকে ‘সেরা এয়ারলাইন্স’ এর পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।
আরও পড়ুন: কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইট এর এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সেবায় আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হবে।
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, এছাড়া ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এয়ারলাইন অব দ্য ইয়ার-ভূষিত হয়েছিলো।
আরও পড়ুন: ঝড়ের কারণে ঢাকা থেকে ফিরে এসেছে ইউএস বাংলার ফ্লাইট
ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
‘ আলাদা হওয়া অণুকে একত্রিত’ করার উপায় উদ্ভাবনের জন্য নোবেল পেলেন তিন বিজ্ঞানী
এ বছর রসায়নে নোবেল পুরস্কার তিন বিজ্ঞানীকে সমান অংশে দেয়া হয়েছে। নোবেল প্রাপ্তরা হলেন- ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস।
ওষুধ প্রস্তুতে ব্যবহার করা যেতে পারে এমন ' আলাদা হওয়া অনুগুলোকে একত্রিত করার' উপায় প্রযুক্তি উদ্ভাবনের জন্য তাদেরকে পুরস্কার দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।
বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে বিজয়ীদের ঘোষণা করেন।
তাদের কাজটি ‘ক্লিক কেমিস্ট্রি’ এবং ‘বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া’ হিসেবে পরিচিত। ক্যান্সারের ওষুধ তৈরি ও ডিএনএ মানচিত্র তৈরি করতে এবং নির্দিষ্ট সামগ্রী তৈরির উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়।
নোবেল বিজয়ী বার্তোজি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের, মেলডাল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এবং শার্পলেস ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী
শার্পলেস এর আগে ২০২১ সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। তিনিই পঞ্চম ব্যক্তি যিনি দু’বার পুরস্কার পেলেন।
গত বছর পুরস্কারটি দেয়া হয়েছিল বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডব্লিউসিকে। নোবেল কমিটি বলেছে, ম্যাকমিলানের অণু তৈরির উদ্ভাবন এবং পরিবেশগতভাবে পরিচ্ছন্ন উপায় খুঁজে বের করার জন্য ‘ইতোমধ্যেই মানবজাতির প্রচুর উপকার হচ্ছে।’
মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল চালিকাশক্তি নিয়ান্ডারথাল ডিএনএর গোপন রহস্য উন্মোচনের জন্য এ সপ্তাহে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতেছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো।
আরও পড়ুন: কোভিড-১৯: ২০২০ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল
এছাড়া মঙ্গলবার পদার্থবিজ্ঞানে যৌথভাবে পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। ফরাসী অ্যালেইন অ্যাসপেক্ট, আমেরিকান জন এফ. ক্লাজার এবং অস্ট্রিয়ান অ্যান্টন জেইলিংগার। তারা দেখিয়েছেন যে ক্ষুদ্র কণাগুলো আলাদা হয়ে গেলেও একে অপরের সঙ্গে একটি
সংযোগ বজায় রাখতে পারে।এটি একটি ঘটনা যা ‘অনুমিত পরিমাণ জড়িয়ে ফেলা’ নামে পরিচিত। যা বিশেষ কম্পিউটিং এবং তথ্য নিরাপদ করতে ব্যবহার করা যেতে পারে।
বৃহস্পতিবার সাহিত্যের মাধ্যমে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। আগামী শুক্রবার ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে এবং সোমবার অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে।
পুরস্কারগুলোর একটিতে নগদ পুরস্কার রয়েছে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ মার্কিন ডলার)। যা আগামী ১০ ডিসেম্বরে বিজয়ীদের কাছে হস্তান্তর করা হবে৷ ১৮৯৫ সালে পুরস্কারের নির্মাতা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কারের অর্থ আসে৷
আরও পড়ুন: আজ থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু
কার্ল কুবেল পুরস্কার পেলেন নোবেলজয়ী অধ্যাপক ইউনূস
কার্ল কুবেল ফাউন্ডেশন ফর চাইল্ড অ্যান্ড ফ্যামিলি সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কার্ল কুবেল পুরস্কারে ভূষিত করেছে।
ইউনূস সেন্টার সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফাউন্ডেশন সারা বিশ্বের পরিবারের প্রতি তার অসাধারণ এবং বহুমুখী প্রতিশ্রুতিকে সম্মানিত করেছে।
‘পরিবারের গণনা’- কার্ল কুবেল ফাউন্ডেশনের জয়ন্তী নীতি, এই বছর জার্মানির বেনশেইমে তার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে।
আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে: হাইকোর্ট
কার্ল কুবেল ফাউন্ডেশনের বোর্ডের ডেপুটি চেয়ারওম্যান ড. কার্স্টিন হামবার্গ বলেছেন, ইউনূস তার নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য আরও ভাল জীবনযাপন করা সম্ভব করেছেন।
তারা কোভিড-১৯ মহামারি ও বৈশ্বিক উষ্ণতা থেকে নতুন যুদ্ধ পর্যন্ত বিস্তৃত বৈশ্বিক সংকটের সময়ে বাংলাদেশের অর্থনীতিবিদকে একটি বড় আশার উৎস হিসেবে প্রশংসা করেন। ‘তিনি সত্যিই একজন গেম চেঞ্জার এবং আশার স্রষ্টা’।
হামবার্গ বলেছেন, ‘আমাদের প্রত্যেকেই আমাদের চারপাশের অন্যদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি।’
এ সময় সমাজসেবী কার্ল কুবেল ও মুহাম্মদ ইউনুসের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন: ‘উভয়ই ১৯৮০ এর দশকের প্রথম দিকে উদ্যোক্তা হিসেবে স্বেচ্ছায় ‘মানুষদের নিজেদের সাহায্য করতে সহায়তা করার’ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন।’
উদ্যোক্তা কার্ল কুবেল ১৯৭২ সালে কার্ল কুবেল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি প্রতিষ্ঠা করেন। ‘মানুষদের নিজেদের সাহায্য করতে সহায়তা করা’ নীতি অনুসারে কাজ করে এবং জার্মানি ও বিদেশে সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করে।
কার্ল কুবেল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলির সদর দপ্তর দক্ষিণ হেসের বেনশেইমে অবস্থিত। গত ৫০ বছর ধরে বিশ্বব্যাপী এটি শিশুদের ও তাদের পিতামাতাদের সহায়তা করছে।
আরও পড়ুন: মামলা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন ড. ইউনূসের
ড. ইউনূসের মামলা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানি ১১ আগস্ট
সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
সম্প্রতি নেপালে ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনী এ ঘোষণা দেয়।
বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ার এই প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টে তারা মোট ২৩টি গোল করেছে। এই ইভেন্টে বাংলাদেশ ফাইনালে মাত্র একটি গোল হজম করেছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
দেশে ফেরার পর বাংলাদেশ দলকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর থেকে একটি ছাদখোলা বাসে করে তাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয়। বাফুফে যাওয়ার পথে হাজার হাজার সমর্থক প্রথম সাফ শিরোপা জয়ের জন্য চ্যাম্পিয়নদেরকে অভিনন্দন জানায়।
এর আগে আর কোনো বাংলাদেশি দলকে এমন সংবর্ধনা দেয়া হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং বাফুফের দুই কর্মকর্তাও মোট এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ: সর্বোচ্চ গোলদাতা সাবিনার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়
দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কারে দেবেন প্রধানমন্ত্রী
আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছে বাংলাদেশের ২ প্রকল্প
বাংলাদেশের দুটি প্রকল্প বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ পুরস্কার ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (একেএএ)-২০২২’ জিতেছে। এ বছর বিজয়ী হিসেবে ছয়টি প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে।
খন্দকার হাসিবুল কবির ও সুহেলি ফারজানার ঝিনাইদহের ‘আর্বান রিভার স্পেসেস প্রকল্প’ এবং রিজভি হাসান,খাজা ফাতমি ও সাদ বেন মোস্তফার ‘রোহিঙ্গা রিফিউজি রেস্পন্স প্রোগ্রাম’-এর কমিউনিটি স্পেসের নকশা এই পুরস্কার জিতেছে।
উল্লিখিত প্রকল্পগুলো ছাড়াও এবছর ইন্দোনেশিয়া,ইরান, লেবানন ও সেনেগালের চারটি প্রকল্প এই পুরস্কার জয় করেছে। পুরস্কারজয়ী ছয়টি প্রকল্প একেএএ পুরস্কারের ১০ লাখ ডলার ভাগ করে নেবে।
দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কারে দেবেন প্রধানমন্ত্রী
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়দের পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাদের প্রয়োজন তাদের জন্য ঘরও দেবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই লক্ষ্যে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইউএনবিকে জানিয়েছেন, জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার পর পুরস্কারের অর্থ ও ঘর প্রদান করবেন।
এর আগে বুধবার বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙামাটিতে একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তিনি এ নির্দেশ দেন।
পরে, আরেকটি খবর প্রধানমন্ত্রীর নজরে আসে যে অন্য একজন খেলোয়াড়ের একটি বাড়ি দরকার। তাই অন্যান্য খেলোয়াড়দের বাড়ির অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে চারবারের ফাইনালিস্ট এবং স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ ২০২২ সালের শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী দল।
আরও পড়ুন: বাঘিনীদের রাজসিক বরণ
ফুটবলদলের বাঘিনীদের অভিনন্দন বিএনপির
দেশে ফিরলেন সাফজয়ী নারী ফুটবল দল
সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাপনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘নারী ফুটবল দল অসাধারণ পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জনের মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে।
আরও পড়ুন: বাঘিনীদের বিজয়যাত্রা: ছাদখোলা বিজয়ীদের বাস যে রুট দিয়ে যাবে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। আমি নিশ্চিত যে, সাফ জয়ের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের নিজ নিজ বিভাগে আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য ব্যাপকভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা। তার আগে সেমিফাইনালে হট ফেভারিট ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের নারীরা প্রথমবারের মতো সাফ জিতেছে। ২০০৩ সালে বাংলাদেশের পুরুষরা ঢাকায় মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল।
আরও পড়ুন: রূপনা ও রিতুকে বরণ করতে প্রস্তুত নানিয়ারচরবাসী
ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম