অর্থ বিভাগ
‘এ-চালান’ সেবা চালু: শুল্ক-কর এখন অনলাইনে রিয়েল-টাইমে পরিশোধের সুযোগ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ বিভাগের যৌথ উদ্যোগে চালু হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এ-চালান’। এর মাধ্যমে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক ও কর রিয়েল-টাইমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে।
শুক্রবার (৪ জুলাই) এনবিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগ ও এনবিআরের যৌথ উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতেই চালু হওয়া এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা এ-চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।
এই সিস্টেমের মাধ্যমে এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সম্পন্ন হয়েছে। ফলে অফলাইন বা অনলাইন উভয় উপায়ে করদাতারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে অর্থ পরিশোধ করতে পারবেন। এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি তহবিলে জমা হবে এবং রাজস্ব খাতে সরকারের তাৎক্ষণিক ব্যয় সক্ষমতাও বৃদ্ধি পাবে।
আগে আটিজিএস পদ্ধতির মাধ্যমে দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর জমা দিলেও তা কোষাগারে পৌঁছাতে কয়েকদিন সময় লাগত, যার ফলে সরকারের আর্থিক প্রবাহে বাধা সৃষ্টি হতো। নতুন ব্যবস্থায় সেই বিলম্ব দূর হয়ে ২৪ ঘণ্টা, সাত দিন যেকোনো স্থান থেকে অনলাইনে দ্রুততম সময়ের মধ্যে কর পরিশোধ ও পণ্য খালাস সম্ভব হবে।
এ-চালান সিস্টেমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যাবে। পাশাপাশি, দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা থেকে চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমেও শুল্ক-কর জমা দেওয়া যাবে। পরিশোধ শেষে সিস্টেম জেনারেট করা রসিদ নম্বর দিয়েই বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে এনবিআরের তিন সদস্য
চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অফ এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব সরাসরি কোষাগারে জমা হয়।
এর আগে গত ২৩ এপ্রিল কমলাপুর আইসিডিতে এবং পরবর্তীতে পানগাঁও কাস্টম হাউসে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশনেই এ-চালান সিস্টেম চালু হবে।
এনবিআর মনে করে, এই উদ্যোগ রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করবে, পণ্য খালাসের গতি বাড়াবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা নিয়ে আসবে।
১৫৩ দিন আগে
আইএসও সনদ অর্জন করেছে অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ সিস্টেম
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) কর্মসূচির আওতাধীন ‘ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++) স্কিম আইএসও সনদ অর্জন করেছে।
বুধবার (২ অক্টোবর) এসপিএফএমএস কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে ব্যুরো ভেরিটাস’র পক্ষ থেকে সিআইএফ অপারেশন ম্যানেজার (বাংলাদেশ) মুকুট কে বড়ুয়া আনুষ্ঠানিকভাবে এ সনদ হস্তান্তর করেন।
সংবেদনশীল তথ্য সুরক্ষিত করার জন্য পদ্ধতিগত ও ব্যপকভিত্তিক সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে পরীক্ষা, পরিদর্শন ও সার্টিফিকেশনের বিশ্ব সংস্থা ব্যুরো ভেরিটাস এই সনদ প্রদান করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইবাস সিস্টেমের কার্যকর, বাস্তবমুখী ও দক্ষ অটোমেটেড সেবা আর্থিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে ড. সালেহউদ্দিন আহমেদ এসপিএফএমএস অফিসের বর্ধিত অংশ এবং ই-লাইব্রেরি উদ্বোধন করেন।
আরও পড়ুন: এলইইডি সনদ পেল দেশের আরও ২ তৈরি পোশাক কারখানা
আইএসও সনদ প্রদান সংক্রান্ত কর্তৃপক্ষের সাম্প্রতিক মূল্যায়নে আইবাস++ অ্যাপ্লিকেশন, সংশ্লিষ্ট আইটি অপারেশন এবং ডাটা প্রসেসিং কার্যক্রম পরিচালনায় আইবাস++ আইএসওর তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার বহুল প্রচলিত আইএসও/আইইসি ২৭০০১:২০১৩- এর সনদ প্রাপ্তির সকল মানদন্ড পূরণ করেছে।
আইএসও হলো জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থাগুলোর একটি বৈশ্বিক জোট। আইএসও/আইইসি ২৭০০১ একটি আন্তর্জাতিক মান যা সংস্থাগুলোকে তাদের তথ্য সম্পদ আরও সুরক্ষিত রাখতে সহযোগিতা করে।
আইবাস++ বাংলাদেশ সরকারের বাজেট এবং ব্যয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কিত তথ্য সুরক্ষিত করার আইএসও স্বীকৃতি সরকারের তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। এই সিস্টেম এর মাধ্যমে ৪০০ টিরও বেশি আর্থিক ব্যবস্থাপনা প্রতিবেদন তৈরি করা যায়, যা নীতি নির্ধারণ, মনিটরিং, নিরীক্ষা প্রভৃতি কাজে সহায়তা করে।
আইবাস++ এর সঙ্গে সকল গুরুত্বপূর্ণ সরকারি সিস্টেমের ইন্টারফেস রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মূল ব্যাংকিং সিস্টেম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাটাবেস, এনআইডি ডাটাবেস, ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) সিস্টেম, জনপ্রশাসন মন্ত্রণালয় সিস্টেমস, পরিকল্পনা কমিশন সিস্টেম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি উন্নয়ন কর, নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের ডাটাবেজের সঙ্গে ইন্টারফেস স্থাপন করা হয়েছে। এতে সরকারের অতি প্রয়োজনীয় পরিষেবাসমূহ দ্রুততার সঙ্গে প্রদান নিশ্চিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সচিব, অর্থ বিভাগ ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও উন্নয়নসহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসপিএফএমএস কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ ও কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরও পড়ুন: শতাধিক শিক্ষার্থী পেলেন এমআইটি সনদ
মানসিক সুস্থতার সনদ পাওয়ায় কনস্টেবল কাওসারকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছিল: আইজিপি
৪২৯ দিন আগে
প্রণোদনা প্যাকেজ নিয়ে সিরিজ মতবিনিময় সভা করবে অর্থ বিভাগ
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে তিন পর্বের সিরিজ মতবিনিময় সভা করবে অর্থ বিভাগ।
১৮৩৭ দিন আগে
অর্থ মন্ত্রণালয়ের অগ্রগতি মূল্যায়নে সমন্বয় বৈঠক করার নির্দেশ অর্থমন্ত্রীর
অর্থ মন্ত্রণালয়ের অগ্রগতি মূল্যায়নে প্রতি তিন মাস পর পর চার বিভাগের সমন্বয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৯৪২ দিন আগে
বাজেট আলোচনা শুরু ৫ মে
বাজেট প্রণয়নে দেশের সকল শ্রেণি পেশার মানুষের মতামতের মাধ্যমে বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকারের অর্থ বিভাগ। যদিও এক্ষেত্রে কতটা জনসম্পদ বা প্রচেষ্টা ব্যয় করা হবে তা এখনও অস্পষ্ট থেকে গেছে।
২০৪২ দিন আগে