স্ট্যাটাস
কক্সবাজারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
কক্সবাজারের পেকুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিজানুর রহমান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় দুই শিশুর মৃত্যু, পরিবার বলছে আত্মহত্যা
নিহত মিজানুর রহমান উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে তার নিজ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন- ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবে। স্বপ্নগুলো পূরণ হলো না।’ এরপর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের বাবা আশেক এলাহী বলেন, ‘আমার ছেলে যে এরকম সিদ্ধান্ত নেবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন।’
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় স্কুলছাত্রীসহ ২ জনের আত্মহত্যা
চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!
৭৮১ দিন আগে
ফেসবুকে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
বগুড়ায় ফেসবুকে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' স্ট্যাটাস দিয়ে মো. নাইম (১৫) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রবিবার (২২ জানুয়ারি) সকাল ৯ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
নাইম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল এবং আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো।
আরও পড়ুন: কুমিল্লায় চিরকুট লিখে ইন্টার্ন চিকিৎসকের আত্মহত্যা!
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম নিশ্চিত করে জানান, শনিবার মধ্য রাতের কোন এক সময় নাইম তার শোবার ঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছের সঙ্গে গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাইম তার ব্যবহত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লিখা ছিল, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। এছাড়াও তার ব্যবহত ফেসবুক আইডির বায়োতে লেখা আছে, 'কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন'।
তিনি আরও বলেন, এইসব হৃদয় বিদারক লেখা থেকে বোঝা যায় নাইম মানসিক সমস্যায় ছিল। এছাড়া পরিবারের বরাতে জেনেছি, কোন এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নাইম বিষাদগ্রস্ত ছিল।
এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বরিশালে নার্সিং কলেজ ছাত্রীর ‘আত্মহত্যা’
নড়াইলে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা!
১০৪৮ দিন আগে
নিজেদের জন্য আমরা আর এক হবো না: শরিফুল রাজ
গত বছরের শেষে বিয়ে বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন শরিফুল রাজ ও পরীমণি।
ঘটনার সূত্রপাত পরীর এক ফেসবুক স্ট্যাটাস থেকে। সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন এই তারকা দম্পতি।
তবে সম্প্রতি নায়িকা শিরীন শিলা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান রাজ-পরী একসঙ্গেই আছে।
আরও পড়ুন: পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
রাজ ও পরীকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’
তবে শিরীন শিলার এই তথ্যকে ভুল বলে গণমাধ্যমে দাবি করলেন রাজ ও পরীমণি দু’জনই।
রাজ বলেন, ‘বিষয়টি গতকাল থেকে দেখছি। তথ্যটি পুরো ভুল। নিজেদের জন্য আমরা আর এক হবো না।’
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
শ্লীলতাহানির মামলায় ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি
১০৬৫ দিন আগে
কুষ্টিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা!
কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিরাজ হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিরাজ কুমারখালীর গোবরা চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও কুমারখালী সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: স্মার্ট ফোন কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা!
তবে নিহতের স্বজন ও পুলিশ জানায়, মিরাজ হোসেন দীর্ঘদিন দাঁতের ব্যাথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ দাঁতের ব্যাথা বেড়ে গেলে দুপুরে ‘টাকা না থাকলে এই সমাজে তার কোন মূল্য নাই। তার কোনো বন্ধু নাই। পরিবারের কাছে তার কোন মূল্য নেই। সে যতই অসুস্থ হোক না কেন, আর যতই ভালো ছেলে হোক না কেন? সে সবার থেকে পৃথিবীতে খারাপ ছেলে। আল্লাহ মাফ করে দিও।’- সোস্যাল মিডিয়া ফেসবুকে এমন আবেগঘন ও অর্থাভাবের একটি স্ট্যাটাস দিয়ে মিরাজ বিষপানে আত্মহত্যা করেছে।
বিষপানের বিষয়টি জানতে পেরে স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মিরাজের ফুফাতো ভাই শাহিন বলেন, মিরাজ খুব ভাল ছেলে। দাঁতের রোগে ভুগছিল। ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে। পরে রাতে মারা যান।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার বলেন, ছেলেটি খুব ভাল ও পরিশ্রমী ছিলো। খুব কষ্ট করে একটি বিল্ডিং বাড়ি বানিয়েছিল। কিন্তু ওর (ছাত্র) অসুখ ছিল। হয়তো সেই অভিমানে আত্মহত্যা করেছে। ব্যাথায় ভুগছিল। ব্যাথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে।
কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীতে গায়ে আগুন দিয়ে রিকশাচালকের আত্মহত্যা!
১১৩৪ দিন আগে
প্রবাসীকল্যাণ মন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, সিলেটে যুবক গ্রেপ্তার
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে নিয়ে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় আইসিটি আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে সিলেট নগরের সোবহানিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম মনির আহমদ (৩৮)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কারগ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডির পরিচিতিতে তিনি নিজেকে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
গত ৯ জুন মনির আহমদ তার ফেসবুক আইডি থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রীর ছবি ব্যবহার করে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে মনির শতাধিক ব্যক্তিকে ট্যাগ করেন। শুক্রবার মনির আহমেদের ফেসবুক আইডিতে ওই পোস্ট আর পাওয়া যায়নি। তবে ওই ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট পাওয়া গেছে। সেই পোস্টে লেখা ছিল, ‘মন্ত্রী ইমরান আহমদ-এর ভয়ে শ্রীপুর আলুবাগানের আবদুল হান্নান-এর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এদিকে আবদুল হান্নানের ছোট বইনের জামাই বেড়াতে আসছে শ্বশুরবাড়িতে, তাই অন্যায়ভাবে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ধরে নিয়ে চালান করলো সিলেট আদালতে।’
এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের নেতা সাব্বির আহমদ রানা (২৬) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় সাইবার সিকিউরিটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি টিম সিলেট শহরের সোবহানিঘাট এলাকা থেকে তাকে আটক করে।
মামলার বাদী সাব্বির আহমদ বলেন, ‘মনির একটি গোষ্ঠীর মদদে মন্ত্রীর দীর্ঘদিনের অর্জিত সম্মান নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে। তাকে আইনের আওতায় আনতেই মামলা দায়ের করি।’
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মনির আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মনিরকে বিশেষ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: আরএসআরএম গ্রুপের এমডি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
১২৭৩ দিন আগে
প্রেমিকাকে দায়ী করে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা!
মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার মাকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত নাঈম হোসেন (২২) উপজেলার রূদ্রপুর পশ্চিমপাড়া গ্রামে গ্রামের শামসুল ইসলামের ছেলে ও স্থানীয় লক্ষীকোলা বেগম নুরুন্নাহার তর্কবাগিশ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
আত্মহত্যার কিছুক্ষণ আগে তার মৃত্যুর জন্য প্রেমিকা অনন্যা ও প্রেমিকার মাকে দায়ী করে ফেসবুকে প্রেমিকার ছবিসহ একটি পোস্ট শেয়ার করে নাঈম।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে নাঈম খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এরপর শুক্রবার সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, একই গ্রামের অনন্যা নামে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও কয়েক মাস আগে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি নাঈম নাকি অন্য কেউ দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে ঘটনার প্রকৃত রহস্যও তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে বলে উল্লেখ করেন ওসি।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: রুমমেটের ফেসবুক পোস্টে মানসিক চাপে কুবি ছাত্রীর আত্মহত্যাচেষ্টা
পাঁচ তারকা হোটেলে খেতে গিয়ে ২০তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
‘ব্যক্তিগত হতাশা’: শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা
১৪৬৩ দিন আগে
সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেয়ায় মানিকগঞ্জে শিক্ষক গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মানিকগঞ্জে এক শিক্ষককে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
২০৪০ দিন আগে