নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ইসির ৪ দিনের শুনানি শেষ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত দাবি ও আপত্তির উপর চার দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৭ আগস্ট) বিকালে নগরীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘৩৩টি জেলার ৮৪টি আসনের দাবি, অভিযোগ এবং সুপারিশের উপর শুনানি সম্পন্ন হয়েছে।’
রাজধানীর নির্বাচন ভবনে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত শুনানি অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
চার নির্বাচন কমিশনার - আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ এসব অধিবেশনে উপস্থিত ছিলেন। আর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ শুনানি পরিচালনা করেন।
এর আগে ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০টি আসনের সীমানা নির্ধারণের একটি খসড়া প্রকাশ করে। এতে ১৪টি জেলার ৩৯টি আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল।
পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা অনুমোদন ইসির
খসড়া অনুসারে, গাজীপুরে আসন সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। আর বাগেরহাটে আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনটি করা হয়েছে।
পুনর্বিন্যাস করা ৩৯টি আসন হলো- পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।
খসড়া প্রকাশের পর, কমিশন ৮৪টি আসনের উপর দাবি, অভিযোগ এবং পরামর্শ সম্বলিত প্রায় ১ হাজার ৮৯৩টি আবেদনপত্র পেয়েছে।
শুনানি শেষ হওয়ার পর ইসি এখন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসনের নতুন সীমানা নির্ধারণ চূড়ান্ত এবং প্রকাশ করতে প্রস্তুতি নিচ্ছে।
১০০ দিন আগে
চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ১২নং পাহাড়তলী ওয়ার্ডের বার কোয়াটার এলাকায় আপন ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছেন।
১৭৭৩ দিন আগে
ত্রাণের সাথে এবার ডিম বিতরণ শুরু করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সুষম ও পুষ্টিকর খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় সরকারি ত্রাণের পাশাপাশি ডিম বিতরণ শুরু করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
২০৩৯ দিন আগে