পুলিশ সদস্যের মৃত্যু
সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের (বরখাস্ত) মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল হাসান সানী (২৯) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে তাকে বরখাস্ত করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়া পথে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
৭৩৩ দিন আগে
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।
নিহত এমাদুল হোসেনের (৩২) বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
আরও পড়ুন: চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, মৃতের সংখ্যা ৪৮৫
তিনি জানান, গত ১৮ আগস্ট অসুস্থতাবোধ করলে এমাদুল হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরেরদিন ১৯ আগস্ট ডেঙ্গু পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। পরে ২০ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।
এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে রবিবার রাতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎকরা।’
এর আগে গতকালও ডেঙ্গুতে জেলায় তিন নারীর মৃত্যু হয়। এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩৪
৮৮১ দিন আগে
ক্যাপিটল হিলে সংঘর্ষ: আহত পুলিশ সদস্যের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য মারা গেছেন বলে ক্যাপিটল পুলিশ জানিয়েছে।
১৮৩৭ দিন আগে
চট্টগ্রামে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
১৮৫১ দিন আগে
কোভিড-১৯: ফরিদপুরে আরেক পুলিশ সদস্যের মৃত্যু
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক পুলিশ সদস্য।
২০১৯ দিন আগে
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
২০২৮ দিন আগে
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণকে সেবা ও সুরক্ষা দিতে গিয়ে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের।
২০৬৬ দিন আগে
রাজশাহীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু
করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
২০৬৭ দিন আগে
করোনাভাইরাস: পুলিশের আরেক সদস্যের মৃত্যু
করোনাভাইরাস সংক্রমণে রাজধানীর রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে বাংলাদেশ পুলিশের আরেক সদস্য মারা গেছেন।
২০৮৪ দিন আগে