ঈদুল-ফিতর
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী
ঈদুল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, “ঈদুল-ফিতর উপলক্ষে, আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের আমার শুভকামনা ও শুভেচ্ছা জানাই।”
তিনি বলেন, “ঈদের শুভ উপলক্ষ্যে, আসুন আমরা মানবতার সেবায় এবং দরিদ্র ও দরিদ্রদের জীবন উন্নয়নের জন্য নিজেদেরকে উৎসর্গ করার সংকল্প করি।”
আরও পড়ুন: একাত্তরের মুক্তিযুদ্ধে বর্বরতার কথা স্মরণ করলেন মোদী
বর্তমানে মোদী ইউরোপের তিন দেশের সফরে রয়েছেন, তিনিও টুইটারে নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটে বলেছেন “ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধি করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি করছি।”
যদিও ভারতের জনসংখ্যার ১৩০ কোটি এর মধ্যে প্রায় ৮০ শতাংশ হিন্দু ,প্রায় ১৫ শতাংশ মুসলমানের নিয়ে দেশটি গঠিত।
১৩১২ দিন আগে
বিআইডব্লিউটিএ’র ৪০০ ঘাট পয়েন্টে যাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে
আসন্ন ঈদুল-ফিতরকে সামনে রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা পরিষদের (জেলা পরিষদ) ইজারাদাররা সদরঘাট নদীবন্দরসহ সারাদেশে নদীবন্দর ও লঞ্চঘাটের ৪০০টিরও বেশি ঘাট পয়েন্ট থেকে চুক্তির শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত টোল আদায় করছে।
শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির (বিজেকেএস) মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে এ অভিযোগ তোলেন।
অতিরিক্ত টোল আদায়ে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি ইজারাদাররা যাত্রীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন বিজেকেএস মহাসচিব।
এ ধরনের অতিরিক্ত টোল আদায় বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ রাখায় তীব্র যানজট
১৩২১ দিন আগে
ঈদের ছুটিতে ৫ দিন সংবাদপত্র প্রকাশিত হবে না
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল-ফিতরের ছুটিতে আগামী ২৫ থেকে ২৯ মে সংবাদপত্র প্রকাশিত হবে না।
২০২২ দিন আগে
গ্রামের বাড়ি না গিয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ঈদুল-ফিতর উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য সাধারণ মানুষকে গ্রামের বাড়ির না যাওয়ার পরামর্শ দিয়ে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
২০২৭ দিন আগে