মা-মেয়ে নিহত
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়ে নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং বাবা আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের উপজেলার নন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের বাসিন্দা আশরাফুল ইসলাম জনির স্ত্রী রিনা খাতুন (৩০) ও এই দম্পতির মেয়ে জয়া (১১)।
আহত আশরাফুল ইসলাম জনি (৩৬) একই এলাকার আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজবাড়ীর পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিংয়ের উদ্দেশে রওনা দেন। পথে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রী রিনা খাতুন নিহত হন। এ ঘটনায় জনি ও মেয়ে জয়া আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাঁদপুরে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত
চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মোটরসাইকেলে চারজন ছিল। ঘটনাস্থলে একজন মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।
১৩১৮ দিন আগে
মাকে দাফন করে ফেরার পথে দুর্ঘটনায় মেয়ে ও নাতনি নিহত
নওগাঁয় ডাক্তারের মোড় বটতলী এলাকায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে।
২২৫৪ দিন আগে
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে হত্যা
টাঙ্গাইল, ১৩ অক্টোবর (ইউএনবি)- টাঙ্গাইলে শনিবার রাতে বাড়িতে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছরের শিশু মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২২৯০ দিন আগে
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত
নীলফামারী, ১৬ সেপ্টেম্বর (ইউএনবি)- সৈয়দপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
২৩১৭ দিন আগে