আ’লীগ নেতার মৃত্যু
আ’লীগ নেতা মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন যে মুকুল বোস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী মুকুল বোসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১২৯৮ দিন আগে
মানিকগঞ্জে অটোরিকশার চাপায় আ’লীগ নেতার মৃত্যু
সিংগাইরের মানিকনগর-বাস্তা সড়কে অটোরিকশার চাপায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
২০৬৮ দিন আগে